বিনিয়োগকারীদের বিক্ষোভ
শেয়ারবাজারে দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীদের বিক্ষোভ
শেয়ারের দরপতনের প্রতিবাদে মতিঝিলে ডিএসই ভবনের সামনে মানববন্ধন করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিনিয়োগকারীরা।
সোমবার (২৮ অক্টোবর) বাংলাদেশ পুঁজিবাদী ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করেন তারা।
বিগত চার মাসের মধ্যে রবিবার সূচক সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায় পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার দাবি জানান আন্দোলনকারীরা।
বিক্ষোভকারীরা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগও দাবি করেন।
আরও পড়ুন: ৪ মাসের মধ্যে ডিএসই সূচকের বড় পতনে উদ্বিগ্ন বিনিয়োগকারীরা
তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিএসইসির এক কর্মকর্তা ইউএনবিকে বলেন, বিএসইসি বাজার কারসাজিতে জড়িত থাকার অভিযোগে আগের সরকারের একদল সুবিধাভোগীর বিরুদ্ধে তদন্ত শুরু করায় এবং তাদের জরিমানা করায় নিয়ন্ত্রক সংস্থার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা।
ফলে যৌক্তিক কারণ ছাড়াই তারা বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছেন বলে জানান ওই কর্মকর্তা।
আরও পড়ুন: ডিএসইতে ঊর্ধ্বগতি প্রবণতায় ৩৫৮.২২ কোটি টাকার লেনদেন
১ মাস আগে