ভুট্টু গ্রেপ্তার
হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রীর ভাই ভুট্টু গ্রেপ্তার
রংপুরের ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রবিবার (২৭ অক্টোবর) রাতে লালমনিরহাটের কালীগঞ্জ বাজার থেকে ভুট্টুকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: কুড়িগ্রামে আ. লীগের দুই নেতা গ্রেপ্তার
ভুট্টু কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম গ্রামের মৃত করিম উদ্দিন আহমেদের ছেলে এবং লালমনিরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ভাই।
গত ৪ আগস্ট সংঘর্ষে ছাত্রলীগের কাউনিয়া শাখার সাবেক উপপরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক মাহমুদুল হাসান মুন্নাসহ ৪ জন আওয়ামী লীগ নেতা নিহত হন। এ ঘটনায় গত ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে নিহতের বাবা কাউনিয়া উপজেলার বরুয়াহাট এলাকার আব্দুল মজিদ বাদী হয়ে ১২৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। সেই মামলায় ১৬ নম্বর আসামি শামছুজ্জামান আহমেদ ভুট্টুকে কালীগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।
লালমনিরহাট গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইমলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: যুবদলের ২ কর্মী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩
১ মাস আগে