সাবেক এমপি শেখ আফিল
সাবেক এমপি শেখ আফিলসহ ২০ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা, আটক ৫
যশোর- ১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনসহ আওয়ামী লীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে শার্শা থানায় হত্যাচেষ্টা মামলা হয়েছে। মামলায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৭ অক্টোবর) উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ওয়াছি উদ্দিন বাদী হয়ে শার্শা থানায় মামলাটি দায়ের করেন।
আরও পড়ুন: আইনজীবী জেড আই খান পান্নাসহ ১৮০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা
মামলার অন্যান্য আসামিরা হলেন- শার্শা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, শার্শা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কবির উদ্দিন তোতা, আসাদুজ্জামান আসাদ, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ওহিদুজ্জামান অহিদ, শার্শা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, শার্শার উত্তর বুরুজবাগান গ্রামের শাহাদত হোসেনের দুই ছেলে জাকির হোসেন ও উজ্জল হোসেন, শ্যামলাগাছি গ্রামের তুহিন হোসেন, কাজিরবেড় গ্রামের আনারুল ইসলাম আনার, শ্যামলাগাছি গ্রামের রফিকুল ইসলাম ও তরিকুল ইসলাম ঝন্টু, নাভারণ রেলবাজার স্টেশনপাড়ার সাবেক ইউপি সদস্য আবুল হোসেন, শার্শা গ্রামের শিল্পি কাজী, শার্শা গ্রামের আল আমিন রুবেল, শ্যামলাগাছি গ্রামের রুবেল ড্রাইভার, স্বরুপদাহ গ্রামের মো. লাল্টু, শার্শা গ্রামের মো. রাজন, স্বরুপদাহ গ্রামের তবিবর রহমান তবি ও চটকাপোতা গ্রামের তোতা মিয়া ওরফে চাকমা তোতা।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস বলেন, শার্শায় সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনসহ ২০ জনের নাম উল্লেখ করে আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা হয়েছে।
তিনি আরও বলেন, এ পর্যন্ত পাঁচজনকে আটক করে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকী আসামিদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গত ৫ আগস্টের পর থেকে আসামিরা পলাতক রয়েছেন বলে জানা গেছে।
মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ৮ এপ্রিল বিএনপির কেন্দ্রীয় অবস্থান কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছিলেন শার্শা বিএনপি নেতারা। ওইদিন নেতারা উপজেলার কামারবাড়ি মোড়ে কর্মসূচিতে যোগদান করার জন্য উপস্থিত হলে আসামিরা হামলা চালায়। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, যশোর জেলা বিএনপির সদস্য সচিব আইনজীবী সাবেরুল হক সাবু ও শার্শা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান জহিরকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র, হকিস্টিক, লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে মৃত ভেবে ফেলে রেখেছিল।
আরও পড়ুন: বগুড়ায় শেখ হাসিনাসহ ১৩২ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা মামলা
১ মাস আগে