ভ্যানের ধাক্কায় চালক নিহত
গাজীপুরে বিদ্যুতের খুঁটির সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় চালক নিহত
গাজীপুরের কালীগঞ্জে বিদ্যুতের খুঁটির সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় মোক্তাদির মিয়া নামে চালক নিহত হন।
সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের নলছাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোক্তাদির মিয়া (২৮) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার বাসিন্দা।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে ট্রাক ও পিকআপের সংর্ঘষে পিকআপ চালক নিহত
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রাসেল জানান, সোমবার দিবাগত রাতে সিলেটের নবীগঞ্জ থেকে ডাবভর্তি একটি পিকআপ আব্দুল্লাহপুরের দিকে যাচ্ছিল। পিকআপ ভ্যানটি কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের নলছাটা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলে চালক মোক্তার নিহত হন। খবর পেয়ে নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নেওয়া হয়।
পরে নিহতের ছোট ভাই মোহাম্মদ আলী বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের জন্য আবেদন করলে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: দিনাজপুরে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত
২ মাস আগে