ঢাকার শ্যামপুর
ঢাকার শ্যামপুরে বিস্ফোরণে তিনজন দগ্ধ
রাজধানীর শ্যামপুরে একটি সাততলা ভবনে গ্যাস বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- আব্দুর রহমান তুষার (৩৫), মো. জামাল (৫০) এবং মো. জামিল খান রাশেদ (২৪)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত পৌনে ২টার দিকে সপ্তম তলায় তুষারের বাসায় বিস্ফোরণ ঘটে। সেসময় ষষ্ঠ তলার বাসিন্দা জামাল ও রাশেদ তুষারের বাসায় গিয়েছিলেন।
আরও পড়ুন: চাঁদপুরে ডাকাতিয়ায় তেলবাহী জাহাজে আগুন, দগ্ধ ৬
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো. তরিকুল ইসলাম জানান, তুষারের শরীরের শতভাগ পুড়ে গেছে। জামালের শরীরের ৭৫ শতাংশ এবং জামিল ৫৫ শতাংশ পুড়ে গেছে।
তিনজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬
২০ ঘণ্টা আগে