আহত ২৪৫
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ২৪৫ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে: সারজিস
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ২৪৫ জন এখন পর্যন্ত ২ কোটি ৪১ লাখ টাকার বেশি অর্থ সহায়তা পেয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সারজিস আলম মঙ্গলবার (২৯ অক্টোবর) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
আরও পড়ুন: জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস এবং প্রধান নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও অর্থোপেডিক পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), চক্ষু ইনস্টিটিউট, ট্রমা সেন্টার, সিআরপি সাভারসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২৪৫ জন আহতকে ২ কোটি ৪১ লাখ টাকা সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।
তিনি বলেন, এখন স্বচ্ছভাবে শনাক্ত করার কাজের জন্য কিছুটা সময় লাগছে। তবে খুব অল্প সময়ের মধ্যে যাচাই-বাছাই শেষ করে পর্যায়ক্রমে আহতদের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের সংখ্যাকে আমরা মুক্তিযোদ্ধা তালিকার মতো প্রশ্নবিদ্ধ করতে চাই না। এজন্য আমরা যাচাইয়ের দিকে সর্বোচ্চ মনোযোগ দিচ্ছি।
এছাড়া জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০০ শহীদ পরিবারকে চার দিনের মধ্যে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: পুলিশ বিচারের ঊর্ধ্বে নয়, তাদেরও বিচার হবে: সারজিস
আওয়ামী লীগ নিজেদের কর্মের ফল ভোগ করছে: সারজিস আলম
১ মাস আগে