একজনের লাশ উদ্ধার
পদ্মায় নিখোঁজ ২ এএসআই: একজনের লাশ উদ্ধার
কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদীতে নিখোঁজের ৩৪ ঘণ্টা পর এএসআই সদরুল হাসানের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে উপজেলার শিলাইদহ খেয়াঘাট এলাকা থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়।
এঘটনায় নিখোঁজ সহকারী উপপরিদর্শক (এএসআই) মুকুল হোসেনকে উদ্ধারে এখনও অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: বুড়িমারীতে অটোচালকের লাশ উদ্ধার
সদরুল পাবনার আতাইকুলা থানার কাজিপুরের আব্দুল ওহাবের ছেলে। আর মুকুল মেহেরপুরের কালাচাঁদপুর গ্রামের মৃত আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে।
এছাড়াও এ ঘটনায় আহত হন এক উপপরিদর্শক (এসআই) এবং ইউনিয়ন পরিষদের ৫ নম্বর সদস্য ছানোয়ার হোসেন ছলিম ও ৬ নম্বর সদস্য আনোয়ার হোসেন টিটন।
কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী কর্মকর্তা ফিরোজ আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে আনুমানিক প্রায় দুই কিলোমিটার দূর থেকে সদরুলের লাশটি উদ্ধার করা হয়েছে। অপরজনকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
কুমারখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের সহযোগিতায় এএসআই সদরুলের লাশ উদ্ধার করা হয়েছে। মুকুল হোসেনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: দৌলতপুরে পদ্মা নদীতে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার
২ সপ্তাহ আগে