২ জনের যাবজ্জীবন
মেহেরপুরে হেরোইনের মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড
মেহেরপুরে হেরোইন রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় শাহারুল ও চঞ্চল নামের ২ মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
একইসঙ্গে শাহারুল ও চঞ্চলকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকাল দিকে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মনজুরুল ইমাম এ আদেশ দেন।
আরও পড়ুন: চাঁদপুরে ইলিশ শিকারের দায়ে ১৪ জেলের কারাদণ্ড
শাহরুল ইসলাম গাংনীর গাঁড়াবাড়িয়া গ্রামের পঞ্চাতন শেখের ছেলে এবং চঞ্চল হোসেন মেহেরপুরের কালীগাংনী গ্রামের আনিসুর রহমানের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি মেহেরপুরের কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশের গলি থেকে শাহারুল, চঞ্চল এবং শাব্দুল হোসেনের নামের ৩ জনকে আটক করেন। ওই সময় শাহারুল ইসলামের প্যান্টের পকেট থেকে ১০০ গ্রাম ওজনের হিরোইন এবং চঞ্চল হোসেনের গেঞ্জির পকেট থেকে ৫০ গ্রাম করে হেরোইন জব্দ করা হয়।
ঐ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।
পরে মামলা তদন্তকারী কর্মকর্তা মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। মামলায় মোট ৮ জন সাক্ষী তাদের সাক্ষ্য দেন।
এতে অভিযোগ প্রমাণিত হওয়ায় শাহারুল ও চঞ্চলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মামলায় রাষ্ট্রপক্ষে ভারপ্রাপ্ত পিপি আসাদুজ্জামান, আসামি শাহারুলের পক্ষে সেলিম রেজা কল্লোল এবং চঞ্চলের পক্ষে আলম হোসেন আইনজীবী হিসেবে ছিলেন।
আরও পড়ুন: নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরায় ৯ জেলের কারাদণ্ড
১ মাস আগে