পোশাক কর্মী নিহত
টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাককর্মী নিহত
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জাফর উল্লাহ নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জাফর উল্লাহ (৩৫) ফেনী জেলার বাসিন্দা ।
আরও পড়ুন: সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইন্সুরেন্স কর্মী নিহত, আটক ১
স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের কাছে বাস থেকে নেমে পায়ে হেঁটে আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন পোশাকশ্রমিক জাফর উল্লাহ। এসময় তার মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের চেষ্টা করে ছিনতাইকারী। জাফর বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে ওই ছিনতাইকারী।
এসময় আশপাশের লোকজন ছিনতাইকারীকে ধরে গণধোলাই দেয়। পরে আহত পোশাক কর্মী ও ছিনতাইকারীকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে মারা যান পোশাক কর্মী জাফর উল্লাহ।
গুরুতর অবস্থায় ছিনতাইকারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ছিনতাইকারী সজীব আরিচপুরের বাসিন্দা।
টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মো. এহতেশাম বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাঁশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ২ নিরাপত্তা কর্মী নিহত
১ মাস আগে