ফতুল্লা
ফতুল্লায় ভবন থেকে পড়ে বিদেশি প্রকৌশলীর মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিকে পাওয়ার প্ল্যান্টের ভবন থেকে নিচে পড়ে ঝাং জি বিন নামে চীনের এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় পঞ্চবটি বিসিক শিল্পনগরীতে দুর্ঘটনাটি ঘটে।
চীনের নাগরিক ঝাং জি বিন টিবিইএ কোম্পানির ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: নওগাঁয় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দম্পতি নিহত
টিবিইএ কোম্পানি লিমিটেড নামে প্রতিষ্ঠানটির দোভাষী মো. সেলিম বলেন, পঞ্চবটিতে বিসিক এলাকায় একটি পঞ্চম তলা ভবনে পাওয়ার প্ল্যান্ট তৈরির কাজ করার সময় ভবনটির দ্বিতীয় তলায় ফ্লোরে বিদ্যুতের তার সঞ্চালনার ফাঁকা জায়গায় একটি কাঠ পেতে তার উপর দাঁড়িয়ে কাজ করছিলেন ঝাং জি বিন। হঠাৎ সেই কাঠটি ভেঙে গেলে সেই ফাঁকা জায়গা দিয়ে বেজমেন্টে পড়ে যান। এতে গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির (পরিদর্শক) ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া বলেন, চীনের নাগরিকের লাশটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট ফতুল্লা মডেল থানা পুলিশ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবে।
আরও পড়ুন: গাজীপুরে বয়লার বিস্ফোরণে চীনের নাগরিক নিহত
গাজীপুরে বয়লার বিস্ফোরণে চীনের নাগরিক নিহত
৮ মাস আগে
চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: একজন দগ্ধ
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হারুন মিয়া নামে একজন দগ্ধ হয়েছেন।
শুক্রবার (১৫ মার্চ) দুপুরে সদর উপজেলার ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পরপরই তাকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ হারুন মিয়ার বাড়ি নারায়ণগঞ্জের কাঠেরপুল এলাকায়।
আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণ: ২ বোনের মৃত্যু
স্থানীয়রা জানান, ইসদাইর বুড়ির দোকান এলাকায় নিজের চায়ের দোকান খোলেন হরুন। চুলায় আগুন দিলে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে দোকানটিতে আগুন ধরে যায়। পরে আশপাশের লোকজন হারুনকে হাসপাতালে নিয়ে যান। হারুনের শরীরের বিভিন্ন অংশ আগুনে পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহামেদ বলেন, ধারণা করা হচ্ছে, সিলিন্ডার থেকে গ্যাস নিগর্ত হয়ে জমে ছিল দোকানটিতে। ম্যাচ দিয়ে আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে।
তিনি আরও জানান, দগ্ধ হারুনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বাবাকে জমি না বুঝিয়ে দেওয়ায় দাদার বাড়িতে নাতির ককটেল বিস্ফোরণ
চট্টগ্রামে সেপটিক ট্যাংক বিস্ফোরণে ৫ জন আহত
৯ মাস আগে
ফতুল্লায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত
নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রাকের ধাক্কায় মো. শাহিন নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর দিকে ফতুল্লা-মুন্সীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিন ফতুল্লার গোপাল নগর গ্রামের নুরুল আমিনের ছেলে।
আরও পড়ুন: সিলেটে ট্রাকের ধাক্কায় যুবক নিহত, পুলিশ সদস্য আহত
নিহতের ভাই মো. সাইদুল ইসলাম জানান, ফতুল্লার মুক্তারপুর এলাকায় ভ্যান চালিয়ে যাচ্ছিলেন মো. শাহিন। এসময় দ্রুতগামী একটি ট্রাক ভ্যানে ধাক্কা দেয়। এতে শাহিন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া জানান, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
৯ মাস আগে
ধূমপান নিয়ে প্রতিবাদ করায় কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ
নারায়ণগঞ্জের ফতুল্লায় ধূমপান নিয়ে প্রতিবাদ করায় সালমান নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার দুপুরে ফতুল্লার কুতুবপুর ক্যানেলপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
সালমান (১৭) খুলনার শাহারাবাদ থানার জিনারতলা এলাকার ভ্যানচালক মোফাজ্জল মিয়ার ছেলে।
আরও পড়ুন: গাজীপুরে বাবার বিরুদ্ধে মেয়েকে গলা কেটে হত্যার অভিযোগ
নিহতের মা খুকু বেগম বলেন, ক্যানেলপাড় এলাকায় সাদ্দাম মিয়ার চায়ের দোকানের সামনে সালমান দাঁড়িয়ে ছিল। তখন জাহিদ নামে এক ছেলে সিগারেট ধরায়। এতে সালমান তাকে দূরে গিয়ে সিগারেট খেতে বলে। এজন্য দলবল নিয়ে এসে লোহার রড ও লাঠি দিয়ে সালমানকে এলোপাতাড়ি মারধর করে জাহিদ।
এরপর সালমান সেখান থেকে আহত অবস্থায় কোনোমতে বাসায় এসে পড়ে যায়। রাতে অবস্থা খারাপ হওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়ার পথে সালমান মারা যায়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা হবে।
আরও পড়ুন: বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে লালমনিরহাটে মিছিল ও সমাবেশ
জুয়ায় হারের ক্ষতি পোষাতে বিকাশ এজেন্টকে হত্যা: আসামিকে গ্রেপ্তার
৯ মাস আগে
নারায়ণগঞ্জে ভোটকেন্দ্রে ককটেলের বিস্ফোরণ, যুবক আটক
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটানোর পর পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুবৃত্তরা। এ সময় শাহিন নামের এক যুবককে আটকের দাবি করেছে পুলিশ।
শনিবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার ১৬৯নং কেন্দ্র উত্তর নরসিংপুর এলাকার এশায়াতুস সুন্নাহ কওমি মাদরাসায় এই ঘটনা ঘটে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম বলেন, ‘আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। সেখানে স্থানীয়রা হামলাকারী শাহীন নামে এক যুবককে গণপিটুনি দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘তাকে উদ্ধার ও আটক করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।’
আরও পড়ুন: নারায়ণগঞ্জে নারী ভোটারদের আকৃষ্ট করতে মাঠে ছিলেন প্রার্থীদের স্ত্রীরা
নারায়ণগঞ্জে টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ড
১১ মাস আগে
ফতুল্লায় পিকআপ ভ্যানে দুর্বৃত্তদের আগুন
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ফতুল্লার পঞ্চবটিসংলগ্ন বন বিভাগের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: কুলিয়ারচরে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী পিকআপভ্যানে আগুন
স্থানীয়রা জানান, সন্ধ্যায় দুর্বৃত্তরা পিকআপটি ভ্যানটিতে আগুন দেয়। ওই সময় জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী নেতা-কর্মীদের নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন।
তখন গাড়িতে আগুন দেখতে পেয়ে তিনি নেতা-কর্মীদের নিয়ে তা নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুন: বগুড়ায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ২
খবর পরে ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, অগ্নিসংযোগের খবরে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায়। অগ্নিসংযোগকারীকে খুঁজতে পুলিশ কাজ করছে।
আরও পড়ুন: নওগাঁয় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
১১ মাস আগে
ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
নারায়ণগঞ্জের ফতুল্লায় ৪ তলা ভবনের তৃতীয় তলায় একটি ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণ থেকে আগুন লেগে নারীসহ একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন।
শনিবার দিবাগত রাত ১টার দিকে কাশিপুর ইউনিয়নের খিলমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধ ৪ জন হলেন- সুলতান মিয়া, তার স্ত্রী সাহিদা আক্তার, ছেলে নবী হোসেন ও আলী মিয়া।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানান, কয়েকদিন আগে ওই ফ্ল্যাটে বসবাস করা পরিবারের সবাই গ্রামের বাড়িতে যান। গ্রাম থেকে শনিবার রাতে বাসায় ফিরে রান্না ঘরে চুলা জ্বালাতে লাইটার ব্যবহার করতেই বিস্ফোরণ হয়। এতে ঘরের ভেতর থাকা ৪ জন দগ্ধ হন। তাদের চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসেন।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে আবাসিক ভবনে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ
পুলিশ আরও জানায়, এ সময় তাদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। গ্যাসলাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা ধারণা করছেন।
ফায়ার সার্ভিসের জাতীয় হটলাইন নম্বরের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিস্ফোরণ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেখেন স্থানীয়ভাবেই আগুন নিভিয়ে ফেলা হয়। তদন্তের পরে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।
এ ব্যপারে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থেল পৌঁছে দগ্ধদের হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে সাহিদা আক্তারের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।’
আরও পড়ুন: রাজধানীর মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণে দগ্ধ ৮
১ বছর আগে
ফতুল্লায় কাগজের বাক্সে নবজাতকের লাশ!
নারায়ণগঞ্জের ফতুল্লায় কাগজের বাক্স থেকে একদিন বয়সী নবজাতক ছেলে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে ফতুল্লার শান্তিধারা এলাকার সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: সিলেটে রাস্তার পাশ থেকে নবজাতকের লাশ উদ্ধার
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম জানান, শান্তিধারা এলাকায় অবস্থিত পিবিআই অফিসের বিপরীত দিকের সড়কের পাশে একদিন বয়সী নবজাতক ছেলে শিশুর লাশ কাগজের বাক্সে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।
ওসি আরও জানান, ময়নাতদন্তের পর শিশুর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: ঢাবির ফুটপাত থেকে ২ নবজাতকের লাশ উদ্ধার
বুয়েট ক্যাম্পাস থেকে নবজাতকের লাশ উদ্ধার
১ বছর আগে
ফতুল্লায় রাস্তায় লাশ ফেলে পালালেন নারী
নারায়ণগঞ্জে রিকশায় করে এনে ৬০ থেকে ৬৫ বছর বয়সী এক ব্যক্তির লাশ রাস্তায় ফেলে পালিয়ে গেছেন এক নারী।
সোমবার (৯ অক্টোবর) দুপুরে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে নিয়ে যায়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে সবজি বিক্রেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) বিলায়েত হোসেন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তির লাশ রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। পাশের একটি কারখানার সিসি ক্যামেরায় দেখা যায়, রিকশায় চড়ে আসা এক নারী বৃদ্ধের লাশটি সেখানে ফেলে রেখে পালিয়ে গেছেন। তবে তার পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও জানান, নিহত ওই ব্যক্তি শারীরিক প্রতিবন্ধী ছিলেন। তার পায়ে পুড়ে যাওয়ার পুরাতন চিহ্ন দেখা গেছে এবং নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এটি হত্যা না মৃত্যু ওই নারীকে পাওয়া গেলে সেটি জানা যাবে। তাকে খুঁজতে কাজ করছে পুলিশ।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে শিশুসহ দম্পতি দগ্ধ
নারায়ণগঞ্জে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত ব্যবসায়ীর মৃত্যু
১ বছর আগে
ফতুল্লায় মেহমান হয়ে এসে কবিরাজকে গলাকেটে হত্যার অভিযোগ
ফতুল্লায় এক কবিরাজকে গলাকেটে হত্যা করার অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে ফতুল্লা ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকায় ওই ঘটনা ঘটে।
নিহত কবিরাজের নাম আল আমিন ভাণ্ডারি (৪৮)। তিনি পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ পুকুরিয়ার হারুনুর রশীদের ছেলে।
নিহত আল আমিন ভান্ডারি তৃতীয় স্ত্রী ও প্রথম স্ত্রীর এক ছেলেকে নিয়ে ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকার মৃত তৈয়ুবআলী মেম্বারের বাড়ির নিচ তলায় ভাড়া থাকতেন।
নিহতের ভাই আলিম শেখ জানান, তার বড় ভাই নিহত আল আমিন ভাণ্ডারি কবিরাজি করলেও এক সময় জাহাজে বাবূ্র্চি হিসেবে কাজ করতেন। তিন বছর আগে তিনি জাহাজের চাকরি ছেড়ে দিয়ে নোয়াখালী তার শ্বশুড় বাড়ি এলাকায় বসবাস করতে শুরু করেন। দেড় বছর আগে তিনি ফতুল্লার ধর্মগঞ্জ চতলারমাঠ এলাকায় এসে বসবাসের পাশাপাশি কবিরাজি শুরু করেন। জাহাজে চাকরির সময়ে একই জাহাজে কর্মরত হাফেজ মাস্টার নামে একজনের সঙ্গে তার ভাইয়ের পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে হাফেজ মাস্টার প্রায় সময় তার ভাইয়ের কাছে আসতেন এবং রাতে থাকতেন।
আরও পড়ুন: বাবুগঞ্জে বিএনপি নেতার স্ত্রীকে গলাকেটে হত্যা!
তিনি জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে হাফেজ মাস্টার তার ভাইয়ের কাছে আসেন। সঙ্গে একটি কালো ব্যাগও ছিল। তখন তার ভাই আল আমিন ভাণ্ডারি স্ত্রী ও ছেলেকে পাশের রুমে ঘুমানোর জন্য বলেন। ভোর ৪টার দিকে আল আমিন ভাণ্ডারি তার স্ত্রীকে ঘুম থেকে ডেকে তুলে ভাত ও সেমাই রান্না করে নিয়ে আসতে বলেন। রান্না করা ভাত ও সেমাই খেয়ে আল আমিন ভাণ্ডারি নিজ রুমের দরজা লাগিয়ে হাফেজ মাস্টারকে নিয়ে শুয়ে পড়েন। সকাল ৮টার দিকে আল আমিনের স্ত্রী দরজা খোলা দেখতে পেয়ে উঁকি মেরে দেখেন নিহতের রক্তাক্ত দেহ খাটের উপর পড়ে রয়েছে। তার ভাইয়ের সঙ্গে থাকা হাফেজ মাস্টার ৪টার পরে কোনো এক সময় তার ভাইকে গলাকেটে পালিয়ে গেছেন। হাফেজ মাস্টার সঙ্গে করে নিয়ে গেছে তার ভাইয়ের ব্যবহৃত দুটি মোবাইল ফোন।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, নিহতের পূর্ব পরিচিত হাফেজ মাস্টার রাত ১০টার দিকে বাসায় আসেন। পরে রাত ১টার দিকে তাকে নিয়ে নিহতের শ্বাশুড়িকে গ্রামের বাড়ি নেয়াখালীতে যাওয়ার জন্য পঞ্চবটী বাসট্যান্ড থেকে বাসে তুলে দেন। সেখান থেকে তারা নদীর ঘাটে যান। পরে রাত ৩টার দিকে বাসায় এসে স্ত্রীকে বলেন তিনি অসুস্থবোধ করছেন এবং মাথা ঝিমুনি দিচ্ছে। তিনি ভাত খেয়ে মেহমান হাফিজের জন্য খাবার নিজ রুমে স্ত্রীকে দিয়ে আসতে বলেন। স্ত্রী খাবার দিয়ে এসে দরজার বাইরে সিঁড়িতে বসে থাকলে তাকে গালমন্দ করে শালিকার ঘরে পাঠিয়ে দেন। পরে তিনি দরজা লাগিয়ে দেন। আল আমিন ভাণ্ডারির তৃতীয় স্ত্রী রোকসানা। গত রমজান ঈদের পর রোকসানাকে বিয়ে করেন আল আমিন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) নূরে আযম মিয়া জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ ঘটনার সঙ্গে জড়িত খুনিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
আরও পড়ুন: জয়পুরহাটে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন
জয়পুরহাটে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন
১ বছর আগে