সংক্রান্ত
পল্লবীতে 'মাদক সংক্রান্ত বন্দুকযুদ্ধে' নারী নিহত
রাজধানীর পল্লবীতে মাদক ব্যবসায়ী দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে আয়েশা আক্তার (২৬) নামে এক নারী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আদিল জানান, বুধবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে মিরপুর-১১ নম্বরের লালমাটি টেম্পো স্ট্যান্ডের কাছে এ গোলাগুলির ঘটনা ঘটে।
কাছের একটি ভবনের ভেতরে থাকা আয়েশা সিঁড়ির জানালা দিয়ে বাইরে তাকালে মাথায় গুলিবিদ্ধ হন। এতে তার তাৎক্ষণিক মৃত্যু হয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত চলছে।
আরও পড়ুন: গাজীপুর কারাগারে বিদ্রোহের চেষ্টা, গোলাগুলিতে ২২ বন্দি আহত
১ মাস আগে