স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
সিলেটে শিক্ষার্থী হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট শিক্ষার্থী পংকজ কুমার হত্যা মামলার পলাতক আসামি বিশ্বনাথ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
রফিক আলী (৪২) সিলেটের বিশ্বনাথ পৌরশহরের পার্শ্ববর্তি শাহজীর গাঁও গ্রামের মৃত আরজান আলীর ছেলে।
আরও পড়ুন: মেহেরপুর আওয়ামী লীগের ২ নেতা আটক
বুধবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে বন্দরবাজার এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৯ এর একটি টিম তাকে গ্রেপ্তার করে।
র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট সিলেটের ক্বীন ব্রিজ সংলগ্ন এলাকায় ছাত্র জনতার ওপর আক্রমণ ও গুলিবর্ষণ করে সরকারদলীয় নেতাকর্মীরা। এতে পেটে গুলি লেগে ঘটনাস্থলেই নিহত হন আন্দোলনকারী শিক্ষার্থী পংকজ কুমার।
গত ২৮ আগস্ট নিহতের পিতা বাদী হয়ে সিলেট এসএমপি কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার এজাহারভুক্ত আসামি রফিক আলী।
খোঁজ নিয়ে জানা গেছে, গ্রেপ্তার রফিক আলীর বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় অপহরণ মামলাসহ ২টি মামলা রয়েছে।
এছাড়াও তার বিরুদ্ধে বিশ্বনাথ থানায় দায়ের করা আলহেরা শপিং সিটিতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা রয়েছে।
আরও পড়ুন: সাবেক এমপি শেখ আফিলসহ ২০ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা, আটক ৫
১ মাস আগে