মার্কিন নারীর মৃত্যু
নায়াগ্রা জলপ্রপাতে ঝাঁপ দিয়ে দুই সন্তানসহ মার্কিন নারীর মৃত্যু
দুই সন্তানকে নিয়ে নায়াগ্রা জলপ্রপাতে পড়ে মারা গেছেন মার্কিন এক নারী।
সোমবার রাতে নয় বছর ও পাঁচ মাস বয়সি দুই সন্তানকে নিয়ে নায়াগ্রা জলপ্রপাতে ঝাঁপ দেন মার্কিন নাগরিক চিয়ান্তি মিনস (৩৩)।
লুনা আইল্যান্ডে ২০০ ফুট উঁচু এক জনপ্রিয় দর্শনীয় এলাকায় থাকা সুরক্ষা লাইনের ওপর উঠে সেখান থেকে ঝাঁপ দেন তিনি।
রাত ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে কর্তৃপক্ষ নিশ্চিত হয় যে চিয়ান্তি ইচ্ছাকৃতভাবে জলপ্রপাতে ঝাঁপিয়ে পড়েছেন।
নিউ ইয়র্ক স্টেট পুলিশ জানায়, ‘এই ঘটনাটি ইচ্ছাকৃত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে আরও বিস্তারিত জানার জন্য তদন্ত চলমান রয়েছে।
নিউ ইয়র্ক স্টেট পুলিশ ও নিউ ইয়র্ক স্টেট পার্ক পুলিশ মা ও দুই সন্তানকে উদ্ধারের জন্য প্রচেষ্টা চালাচ্ছে কিন্তু এখনও তাদের খোঁজ মেলেনি।
তবে এ ঘটনায় জনসাধারণের নিরাপত্তার জন্য কোনো হুমকি নেই বলেও নিশ্চিত করেছে পুলিশ।
দুই সন্তানের মা চিয়ান্তি নায়াগ্রা জলপ্রপাত এলাকার বাসিন্দা ছিলেন। তিনি বাফেলোর একটি স্থানীয় স্কুল থেকে স্নাতক পাসের পর পারিবারিক সহিংসতা পরামর্শক হিসেবে কাজ করতেন।
এ সংবাদ পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করে তার বন্ধুবান্ধব ও পরিবার।
কায়শনা মরগ্যান ফেসবুকে লিখেছেন, আমার মন ভেঙে গেছে। আমি বাকরুদ্ধ হয়ে গেছি। কোনোভাবেই কান্না থামাতে পারছি না। একটুও ঘুমাতে পারিনি।
তিনি আরও লেখেন, মানসিক স্বাস্থ্য সত্যিই একটি গুরুত্বপূর্ণ বিষয়।
পাল মিচ মলিনা লেখেন, আমি স্মৃতিচারণ করতে বা তাকে নিয়ে লিখতে নিজেকে প্রস্তুত করতে পারছি না। আমি কেমন অনুভব করছি তা সামলাতে পারছি। আমার দম বন্ধ হয়ে আসছে। তবে জেনে রাখুন, আমি ও আমার সন্তানরা তাকে ও তার সন্তানদের ভালোবাসি।
নিইশা ইউকেয়া নামের আরেকজন লিখেছেন, ‘আপনি জানতেও পারবেন না আপনারই আশেপাশের কেউ কীসের মধ্য দিয়ে যাচ্ছে।’
১ মাস আগে