উপদেষ্টা আসিফ
নুরের উপর এমন বর্বর হামলার ঘটনা আ. লীগ আমলেও ঘটেনি: উপদেষ্টা আসিফ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর এমন বর্বর হামলার ঘটনা আওয়ামী লীগ সরকারের আমলেও ঘটেনি, যা এই সরকারের আমলে ঘটেছে। এই দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে।
রবিবার (৩১ আগষ্ট) দুপুরে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।তিনি বলেন, এই হামলা কোনো সাধারণ কর্মীর উপরে ঘটনা ঘটেনি, এটি একটি দলের প্রধানের উপর হামলার ঘটনা ঘটেছে।
উপদেষ্টা বলেন, গণধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরের ওপর যে বর্বর হামলার ঘটনা ঘটেছে, আওয়ামী লীগ সরকারের আমলেও এই ঘটনা ঘটতে দেখিনি। যেটি দুঃখজনকভাবে এই সরকারের আমলে ঘটেছে।
পড়ুন: নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি
তিনি আরও বলেন, হামলার ঘটনা যেহেতু অন্তর্বর্তী সরকারের আমলে ঘটেছে, তাই এই হামলার ঘটনা যেই ঘটাক না কেন, তার দায়-দায়িত্ব সরকার দায়িত্ব এড়াতে পারে না। দায় এই সরকারের উপরি বর্তায়। তাই এই সরকারকে এটা সমাধান করতে হবে এবং বিচার করার মাধ্যমে ভবিষ্যতে যেন এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে না পারে—এই সরকারকে সেটি নিশ্চিত করতে হবে।
উপদেষ্টা আরও বলেন, গণধিকার পরিষদের পক্ষ থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগের প্রশ্নে তিনি বলেন, সরকার একটি শক্তিশালী তদন্ত কমিটি করার বিষয়ে ভাবছে।
মব নিয়ে তিনি বলেন, কোনটা মব আর কোনটা রাজনৈতিক কর্মসূচি এটার পার্থক্যটা আগে বুঝতে হবে। রাজনৈতিক দল কিভাবে মব করে। আমি যতটুকু জানি প্রথমত হামলা করেছে জাতীয় পার্টির পক্ষ থেকে। এর আগেও দেখেছি আমরা রাজনৈতিক দলগুলার মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হতেই পারে। মব বলে একটি পক্ষকে নিউট্রালাইজ করা আরেকটি পক্ষকে ফ্যাসিলিটি দেওয়া এটাই স্পষ্টই জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা করছে।
উপদেষ্টা আরও বলেন, নুরু ভাই জুলাই আন্দোলনের একজন জাতীয় সম্মুখ সারির নেতা ছিলেন। তার ওপর এই ধরনের ন্যাক্কারজনক হামলা মেনে নেওয়া যায় না। আমি তাকে দেখে এসেছি। তার নাকে মুখে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। সরকারের পক্ষ থেকে তার চিকিৎসার ব্যবস্থা করেছি এবং যদি তার উন্নত চিকিৎসার প্রয়োজন হয়, সরকারের পক্ষ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে বলে জানান তিনি।
৯৫ দিন আগে
প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে ফ্যাসিবাদ মোকাবিলার আহ্বান উপদেষ্টা আসিফের
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ফ্যাসিবাদী ব্যবস্থা দূর করার জন্য প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত সংস্কার করতে আমাদের সকলের সম্মিলিত লড়াই চালিয়ে যেতে হবে।
তিনি বলেন, ‘জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত বাহিনী যেনো অন্যায়ভাবে এমন গণহত্যা না করতে পারে, আর যেনো কাউকে জীবন দিতে না হয়। দেশব্যাপী মানুষের সামগ্রিক প্রচেষ্টায় এই লড়াই সফলতা পাবে।’
সোমবার (৭ জুলাই) গেন্ডারিয়ার ধূপখোলা মাঠ সংলগ্ন এলাকায় জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ মেহেদী হাসান জুনায়েদের নামে ‘শহীদ জুনায়েদ চত্বর’ ও শহীদ শাহারিয়ার খান আনাসের নামে ‘শহীদ শাহারিয়ার খান আনাস সড়ক’র নামফলক উন্মোচনকালে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ৫ আগষ্ট সকালের দুর্বিষহ স্মৃতি স্মরণ করে উপদেষ্টা বলেন, চানখারপুলে যে স্থানে আনাস এবং জুনায়েদ শহীদ হয়, আমি তার পাশেই ছিলাম। আমরা সবাই পুলিশ, এপিবিএন’র ব্যারিকেড ভেঙ্গে শহীদ মিনারের উদ্দেশে যাবার জন্য প্রস্তুত হই। কিন্তু গুলিতে জুনায়েদ-আনাসসহ আরো অনেকে শহীদ হয়। আমরা এই শহীদদের রক্ত বৃথা যেতে দেবো না। যে অদম্য দেশপ্রেম এবং প্রেরণা থেকে তারা জীবন দিয়েছে, একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য, আমরা সকলে মিলে এমন বাংলাদেশই গড়ে তুলব।
অনুষ্ঠানে শহীদ আনাসের মা এবং শহীদ জুনায়েদ এর বাবা বক্তব্য দেন। তারা দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র বাস্তবায়নের দাবি করেন। এছাড়াও সকল শহীদদের কবর সংরক্ষণ এবং স্মৃতি সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান।
উল্লেখ্য, শহীদ শাহারিয়ার খান আনাস ২০০৭ সালের১৪ অক্টোবর জন্মগ্রহণ করেন এবং ২০২৪ সালের ৫ আগস্ট শাহাদাত বরণ
‘মা, আমি মিছিলে যাচ্ছি......’ দিয়ে শুরু করা চিঠি ছিলো আনাসের সর্বশেষ অভিব্যক্তি। অপরদিকে শহীদ মেহেদী হাসান জুনায়েদ ২০০৯ সালের ০৮ অক্টোবর জন্মগ্রহণ করেন এবং ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুলে মিছিলরত অবস্থায় শহীদ হন।
পড়ুন: দুই সিটি করপোরেশনের দুটি জোনে আগস্ট থেকে চলবে ই-রিকশা: উপদেষ্টা আসিফ
ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। এছাড়াও স্থানীয় সরকার বিভাগ ও ডিএসসিসির কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
১৫০ দিন আগে
আর চুপ থাকার পরিবেশ-পরিস্থিতি নেই, ডিএসসিসির বিষয়ে উপদেষ্টা আসিফ
নিজেকে মেয়র ঘোষণা করে বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দখলের বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আর চুপ থাকার মতো পরিবেশ ও পরিস্থিতি নেই। সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয় আলোচনার ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত আসবে।
বৃহস্পতিবার (১৯ জুন) সচিবালয়ে উপজেলা পরিষদের মাধ্যমে পাবলিক লাইব্রেরির নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ কথা জানান।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এখন ডেঙ্গুর সময়। যেখানে নানা ধরনের পদক্ষেপ নেওয়ার কথা। সেখানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে।
কতদিন এভাবে চলবে—দৃষ্টি আকর্ষণ করা হলে উপদেষ্টা বলেন, 'ডেঙ্গুর বিষয়টি নিয়ে আমরা কনসার্ন আছি উচ্চপর্যায়ে থেকে। এটা নিয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব একাধিক বৈঠক করেছেন। সিটি করপোরেশনগুলো কনসার্ন আছে। সিটি করপোরেশনগুলোর কার্যক্রম সারফেসে আপনারা হয়তো দেখছেন না। এটা নিয়ে ডেডিকেটেডলি আমরা আপনাদেরকে ব্রিফ করব। কী কী উদ্যোগ আমরা নিচ্ছি, কী কী উদ্যোগ আমরা নেব। একই সঙ্গে এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করাটা জরুরি।'
আরও পড়ুন: ঢাকা দক্ষিণ সিটির বিষয়ে দ্রুতই ব্যবস্থা: উপদেষ্টা আসিফ মাহমুদ
তিনি বলেন, 'এক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনে আমাদের চ্যালেঞ্জ আছে। সেখানে স্বাভাবিক কার্যক্রম স্বভাবতই ব্যাহত হচ্ছে। আমরা চেষ্টা করছি, যতটা সম্ভব বাইরে থেকে হলেও নাগরিক সেবা স্বাভাবিক (কন্টিনিউ) রাখা এবং সেটা দেওয়া (কাভার করা)।'
আমরা দেখলাম একজন স্বঘোষিত মেয়র। নগর ভবন তার দখলে, নাগরিক সেবা বন্ধ। আপনারা সরকার নতজানু হয়ে আছেন। সরকার সমস্যা সমাধান করছে না, তার বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছে না- এ বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, 'এ বিষয়ে সরকার কনসার্ন আছে। এটি এককভাবে সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয়। এই সরকার গুড কো-অর্ডিনেশনের মাধ্যমে কাজ করে থাকে। একই সঙ্গে আমরা যখন রাজনৈতিক দলগুলো সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি, সেটা রক্ষা করতে গেলে প্রত্যেকের কাছ থেকেই দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত। আমরা আমাদের পক্ষ থেকে দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছি। তবে যেভাবে নাগরিক সেবা ডেডলকের দিকে যাচ্ছে, আর চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই। সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে। সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আসে, আমি সেটাই বাস্তবায়ন করব।'
কতদিনে সিদ্ধান্ত হবে জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, 'খুব দ্রুত সময়ের মধ্যে।'
১৬৮ দিন আগে
শুধু একটি নির্বাচনের জন্য এত মানুষ শহিদ হয়নি: উপদেষ্টা আসিফ
শুধু একটি নির্বাচনের জন্য ছাত্র-জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থানে এত মানুষ শহিদ হয়নি মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘বিগত সরকার ফ্যাসিবাদের মধ্য দিয়ে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ধ্বংস করেছে। দেশে আগে সংস্কারের বিষয়টি গুরুত্বপূর্ণ। তাই সংস্কার শেষেই নির্বাচনের দিকে এ সরকার যাবে।’
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা আসিফ বলেন, ‘বিগত দিনে উত্তরবঙ্গের জেলাগুলো অবহেলিত ছিল। বর্তমান সরকার এসব জেলা-উপজেলাগুলোতে উন্নয়ন কার্যক্রম পরিচালনা ও সমাপ্ত করবে। অবহেলিত এসব জেলাকে ন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া হবে।’
‘এ ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তারা ঠিকাদারির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন যা আমাদের সার্বিক উন্নয়নের পথে বড় বাধা। এসব বিষয়ও মনিটরিং করা হবে।’
আরও পড়ুন: ফ্যাসিবাদের পতন মানতে না পারা পরাশক্তিই দেশের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে: উপদেষ্টা আসিফ
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে জেলার সার্বিক উন্নয়ন নিয়ে ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস উপদেষ্টাকে জানান, বৈষম্যের কারণে ঠাকুরগাঁওসহ দেশের উত্তরাঞ্চল উন্নয়নবঞ্চিত। জেলার রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টের উন্নয়নের জন্য এক হাজার কোটি টাকার একটি প্রস্তাবিত প্রকল্পের প্রয়োজনীয়তার তুলে ধরেন তিনি।
এছাড়া এলজিইডি নন ক্যাডার ডিপার্টমেন্ট হওয়ায় মাঠ পর্যায়ের কর্মকর্তারা বিভিন্ন বৈষম্যের শিকার হন বলেও জানান তিনি।
কর্মকর্তাদের কর্মস্পৃহা বাড়াতে এলজিইডি ক্যাডারে অন্তর্ভূক্তি এবং উপজেলা নির্বাহী প্রকৌশলীদের জন্য গাড়ির প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ, ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাসসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।
আরও পড়ুন: ফ্যাসিবাদের দোসররা আন্দোলনের সময় প্রবাসীদের হেনস্তা করেছে: আসিফ মাহমুদ
৩৪৪ দিন আগে
ফ্যাসিবাদের পতন মানতে না পারা পরাশক্তিই দেশের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে: উপদেষ্টা আসিফ
পঞ্চগড়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, সাম্প্রতিক সময়ে ফ্যাসিবাদী সরকারের পতনের পর যে পরাশক্তিগুলো এটিকে গ্রহণ করতে পারেনি, মেনে নিতে পারেনি, তারাই বাংলাদেশকে নিয়ে প্রপাগান্ডা চালাচ্ছে।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে আটোয়ারী উপজেলার আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণকালে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, ‘আপনারা জানেন যে এই সরকারের অন্যতম উদ্দেশ্য ও অ্যাজেন্ডা হচ্ছে সংস্কার কার্যক্রম। বিগত ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করেছে, আর্থিক ব্যবস্থা থেকে সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করেছে, আমরা সমস্ত প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে চাই।’
তিনি বলেন, ‘জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহতদের রক্তের বিনিমিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে পঞ্চগড়সহ উত্তরাঞ্চলে সরকারের উন্নয়ন কার্যক্রম থেকে বঞ্চিত হয়েছে। আমি বলতে চাই, আগামী বাংলাদেশে আর কোনো বৈষম্য থাকবে না। উন্নয়ন কার্যক্রমে বঞ্চিত হবে না। অন্যান্য কার্যক্রমের পাশাপাশি কৃষিভিত্তিক শিল্পের বিকাশ ঘটানোর জন্যও সরকার কাজ করে যাচ্ছে।’
আরও পড়ুন: ফ্যাসিবাদের দোসররা আন্দোলনের সময় প্রবাসীদের হেনস্তা করেছে: আসিফ মাহমুদ
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমি ব্যাক্তিগতভাবে চাই স্থানীয় সরকার নির্বাচনটা দ্রুত হোক। কেননা আপনারা জানেন যে জনপ্রতিনিধি ছাড়া সরকারি কর্মকর্তাদের দিয়ে যে নাগরিক সেবার প্রয়োজন সেগুলো সঠিকভাবে দেয়া সম্ভব হয় না। নাগরিকরা অনেক ধরনের হয়রানির শিকার হয়, সময়ক্ষেপণ হয় এবং নাগরিক সেবা ঠিকমতো পায় না। এই চ্যালেঞ্জটা আমাদের এখন ফেস (মোকাবিলা) করতে হচ্ছে।’
‘আমাদের কর্মকর্তারা একেকজন একাধিক অফিসের অতিরিক্ত দ্বায়িত্বে রয়েছেন। আমি চাই যে স্থানীয় সরকার নির্বাচনটা খুব দ্রুত হোক। রাজনৈতিক সংগঠনগুলোর সঙ্গে এবং সরকারেরর উচ্চ পর্যায়ের একটা সিদ্ধান্ত হলে আমরা হয়ত খুব দ্রুত একটা স্থানীয় সরকার নির্বাচন দিতে পারব।’
আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী, আটোয়ারী উপজেলা বিএনপির আহ্বায়ক এজেএম বজলার রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইউনুস আলী খান প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) কনক কুমার দাস, জেলা ও উপজেলার বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি নয়: উপদেষ্টা আসিফ
৩৪৪ দিন আগে
আগামী ২ বছরে সরকারি খাতে ৫ লাখ কর্মসংস্থান হবে: উপদেষ্টা আসিফ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগামী দুই বছরে সরকারি খাতে পাঁচ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
শুক্রবার (১ নভেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দেশের অর্থনীতির জন্য এই জনসংখ্যাগত লভ্যাংশের গুরুত্বের উপর জোর দিয়ে আসিফ মূল বক্তব্যে বলেন, মানব সম্পদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের প্রতিনিধিত্ব করে তরুণরা।
আরও পড়ুন: সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেওয়া হবে: উপদেষ্টা আসিফ
তারুণ্যকে জীবনের সেরা সময় উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে চাকরিপ্রার্থী যুবকদের কর্মসংস্থানের জন্য উপযুক্ত প্রার্থী হিসাবে প্রস্তুত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।
বক্তব্য শেষে উপদেষ্টারা জাতীয় যুব দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত যুব মেলা পরিদর্শন করেন। অনুষ্ঠানে ১২ জন সফল আত্মনির্ভরশীল ব্যক্তি এবং ৩ জন বিশিষ্ট যুব সংগঠককে জাতীয় যুব পুরস্কার ২০২৪ দেওয়া হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মোহাম্মদ সাইফুজ্জামানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বদলে যাচ্ছে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম: উপদেষ্টা আসিফ
৩৯৮ দিন আগে