নাতি আটক
সাতক্ষীরায় গলাকেটে দাদিকে হত্যার অভিযোগ, নাতি আটক
সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নে দাদি সখিনা খাতুনকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে নাতি হানিফ জোয়ার্দারের বিরুদ্ধে।
শুক্রবার (১ নভেম্বর) নিজ বাড়িতে ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের লাশ ও হত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজন নাতিকে থানায় নিয়ে আসে।
আরও পড়ুন: রাজশাহীতে বিদ্যুতায়িত-পুকুরে ডুবে ২ জনের মৃত্যু
নিহত সখিনা খাতুন (৭০) তালা উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা গুচ্ছগ্রামের মৃত কাওছার জোয়ার্দারের স্ত্রী।
আর সন্দেহভাজন হত্যাকারী হানিফ নিহত সখিনা খাতুন’র ছেলে মশিয়ার রহমান জোয়ার্দারের ছেলে হানিফ জোয়ার্দার (২৩)।
তিনি শালিখা ডিগ্রি কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, তুচ্ছ ঘটনা নিয়ে দাদির সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে ঘরে থাকা ধারালো ছুরি দিয়ে হানিফ তার দাদিকে গলাকেটে হত্যা করেন। এ সময় বাড়িতে হানিফ ও তার দাদি ছাড়া আর কেউ ছিল না।
বিষয়টি নিশ্চিত করেছেন খেশরা ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) মো. ফারুক হোসেন বলেন, লাশ থানায় আনা হয়েছে। হানিফকেও আটক করা হয়েছে।
প্রাথমিকভাবে তিনি হত্যার দায় স্বীকার করেছেন বলে জানান ওসি।
আরও পড়ুন: শনিবার কাকরাইল ও আশপাশের এলাকায় সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি
৪ দিন আগে