পুলিশ ও সেনাবাহিনী
মিরপুরে পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর ঘটনায় আরও ৫ জন আটক
রাজধানীর মিরপুরে পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি ভাঙচুরসহ সহিংসতায় জড়িত থাকার অভিযোগে আরও পাঁচজনকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। শনিবার রাতে কাফরুল ও ভাষানটেক থানাধীন কচুক্ষেত ও মিরপুর-১৪ এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
গ্রেপ্তাররা হলেন- আলমগীর, রেশমা খাতুন, মাহফুজ মিয়া, আমিনুল ইসলাম ও কাজী রাসেল।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: ২ বিদেশি ফিশিং ট্রলার আটক করেছে নৌবাহিনী: আইএসপিআর
গত বৃহস্পতিবার ঢাকার মিরপুর-১৪ ও কচুক্ষেত এলাকায় সড়ক অবরোধ করে পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে পোশাক শ্রমিকরা। এসময় তারা আইনশৃঙ্খলা বাহিনীর দিকে পাথর ছুড়তে থাকে। সেনাবাহিনী ও পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
তাদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েক রাউন্ড গুলি ছুড়লে দুই পোশাক শ্রমিক আহত হন।
আরও পড়ুন: লেফটেন্যান্ট তানজিম হত্যায় সরাসরি জড়িত ৬ জন আটক: আইএসপিআর
১ মাস আগে