১১ কোটি টাকা
কুষ্টিয়ায় বেনাপোল এক্সপ্রেস থেকে ১১ কোটি টাকার এলএসডি জব্দ
কুষ্টিয়ায় যাত্রীবাহী ট্রেনে তল্লাশি চালিয়ে অন্তত ১১ কোটি টাকা মূল্যের ২১ বোতল এলএসডি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
এসময় ১৯টি ভারতীয় কোম্বলও জব্দ করে বিজিবি।
আরও পড়ুন: কুষ্টিয়ায় মাদক জব্দ, গ্রেপ্তার ৪
রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে মালিক বিহীন অবস্থায় ৫০ এমএল বোতলের ২১ বোতল এলএসডি জব্দ করা হয়।
পোড়াদহ রেলওয়ে স্টেশনে বেনাপোল থেকে ঢাকাগামী ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেন থেকে এসব মাদক জব্দ করা হয়।
কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান বলেন, জব্দ হওয়া এলএসডির ও কম্বলের বাজার মূল্য ১০ কোটি ৯৩ লাখ ১৪ হাজার টাকা।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: পল্লবীতে 'মাদক সংক্রান্ত বন্দুকযুদ্ধে' নারী নিহত
১ মাস আগে