কোকেন ও হিরোইন
বেতনা এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল পরিমাণ কোকেন ও হিরোইন জব্দ
বেনাপোলে বেতনা এক্সপ্রেস ট্রেন তল্লাশি করে ২ দশমিক ৭৬০ কেজি কোকেন ও ১ দশমিক ৬৯২ কেজি হেরোইন জব্দ করেছে বিজিবি।
রবিবার (৩ নভেম্বের) যশোর ৪৯ বিজিবির একটি দল বেতনা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে কোকেন ও হিরোইনের চালানটি জব্দ করে।
আরও পড়ুন: বেনাপোল স্থলবন্দরের ৫ কোটি টাকার স্ক্যানিং মেশিন বিকল, বাড়ছে মাদক ব্যবসা
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, মাদক ও চোরাচালানের ক্ষেত্রে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবির একটি দল গোপন তথ্যের ভিত্তিতে বেনাপোল রেল স্টেশনে খুলনা-মোংলা-বেনাপোল রুটে চলাচলরত বেতনা এক্সপ্রেস ট্রেনে অভিযান পরিচালনা করেন। পরে ট্রেনের ভেতর সন্দেহজন একটি ব্যাগ তল্লাশি করে ২ দশমিক ৭৬০ কেজি কোকেন ও ১ দশমিক ৬৯২ কেজি হেরোইন উদ্ধার করে বিজিবি।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো ধ্বংস করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উক্ত ব্যাগের কোনো মালিক পাওয়া যায়নি। এছাড়া জব্দ করা মাদকদ্রব্যর মূল্য প্রায় ১ কোটি ৭২ লাখ টাকা।
আরও পড়ুন: বগুড়ায় মাদকসেবীর ছুরিকাঘাতে ইজিবাইকচালকের মৃত্যুর অভিযোগ
২ দিন আগে