বিএনপি নেতা আবেদ
বসুরহাটে লিফলেট বিতরণ করে দ্রুত নির্বাচন চাইলেন বিএনপি নেতা আবেদ
বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার পক্ষে লিফলেট বিতরণ করে দ্রুত সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন দলের কেন্দ্রীয় সহ পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ।
সোমবার (৪ নভেম্বর) নোয়াখালীর বসুরহাট বাজারে লিফলেট বিতরণ করে তিনি এই দাবি জানান।
আরও পড়ুন: রাজনৈতিক সিদ্ধান্তে জনগণের ভূমিকা চায় বিএনপি
এসময় তিনি বলেন, সরকারকে অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এখনই নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে।
তিনি আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনে বিএনপির সবচেয়ে বেশি নেতাকর্মী শহীদ হয়েছেন। গত ১৫ বছরেও গণতন্ত্রের জন্য বিএনপি নেতাকর্মীরা প্রাণ দিয়েছে। হামলা-মামলা ও নির্যাতিত হয়েছেন। ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করতে বিএনপির অবদানই সবচেয়ে বেশি।
বসুরহাটের এই সংসদীয় আসনের দায়িত্বপ্রাপ্ত নেতার লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুর আলম সিকদার, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন। বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি মমিনুল হক ও শওকত হোসেন ছগীর প্রমুখ।
এর আগে রবিবার কবিরহাটের বিভিন্ন স্পটেও সাধারণ জনগণের মাঝে লিফলেট ও শনিবার কবিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ১৫০ কৃষক পরিবারের মাঝে বীজ ধান বিতরণ করেন।
এসময় কবির হাট উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা চৌধুরী লিটন, পৌরসভা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু, যুগ্ন আহ্বায়ক আরাফাত রহমান হাসান, কবিরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব বেলায়েত হোসেন খোকনসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে শনিবার সন্ধ্যায় মুছাপুর ইউনিয়ন আয়োজিত দলের অফিস উদ্বোধন করেন বজলুল করিম চৌধুরী আবেদ। পরে সেখানে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
আরও পড়ুন: পতিত ফ্যাসিস্টদের ফিরতে দেবেন না: বিএনপি
১ মাস আগে