সেবক
৭০ লাখ মানুষের সেবক হিসেবে থাকতে চাই: চসিক মেয়র
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ও নতুন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগর পিতা নয়, বরং ৭০ লাখ মানুষের সেবক হিসেবে চট্টগ্রামবাসীর পাশে থাকতে চাই। আমি কাজ করে যেতে চাই।
তিনি বলেন, সকল বর্ণ, ধর্ম, জাতির নাগরিক যারা এ চট্টগ্রাম শহরে বাস করছেন তাদের পাশে থাকতে চাই। আমি আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আমি আপনাদের ঋণ কখনও শোধ করতে পারব না।
মঙ্গলবার (৫ নভেম্বর) চট্টগ্রাম নগরীর পুরাতন রেলওয়ে স্টেশনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন ডা. শাহাদাত হোসেন।
আরও পড়ুন: ডিএনসিসির সাবেক মেয়র আতিক গ্রেপ্তার
তিনি বলেন, আমি আপনাদেরই সন্তান। এই শহরটা শুধু আমার একার নয়। এই শহর আমাদের সবার। আসুন, আমরা সবাই মিলে একসঙ্গে একটি সুন্দর শহর গড়ে তুলি। এ শহর হবে ক্লিন সিটি, গ্রিন সিটি ও হেলদি সিটি। আমাকে একটু সময় দিন। ইনশাআল্লাহ, অক্ষরে অক্ষরে দায়িত্ব পালন করব। আপনারা সবসময় আমার হৃদয়ের গভীরে আছেন।
তিনি আরও বলেন, আমি মহানগরে গত ১৮ বছর বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছি। গত ১৮ বছর বিএনপির নেতাকর্মীরা ঘরে থাকতে পারেননি। পরিবারের খোঁজ নিতে পারেননি। অনাহারে দিন কাটিয়েছেন। এ অসহায়ত্ব আমি দেখেছি। বাংলাদেশে ৬০০ এর অধিক বিএনপি নেতাকর্মী গুম হয়েছে। চট্টগ্রামসহ সারাদেশে ১ লাখ মামলায় ৬০ লাখ মানুষ আসামি হয়েছে। তবুও আপনারা বিএনপির আদর্শ থেকে বিচ্যুত হননি।
২ সপ্তাহ আগে