ইন্দোনেশিয়া নাগরিক
দিনাজপুরের নদীতে গোসলে নেমে নিখোঁজ ইন্দোনেশিয়া নাগরিকের লাশ উদ্ধার
দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীতে গোসলে নেমে তাবলিগ জামায়াতে আসা ইন্দোনেশিয়ার নাগরিক ফাইজুল ইসলাম (৫০) নিখোঁজের সাড়ে ৩ ঘণ্টা পর নদী থেকে লাশ উদ্ধার করেছে ডুবুরি দল।
বুধবার (৬ নভেম্বর) সকালে উপজেলার কূলান্দপুর উত্তরপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।
আরও পড়ুন: কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে কিশোরের মৃত্যু
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ইন্দোনেশিয়ার নাগরিক ফাইজুল ইসলাম তাবলিগ জামায়াতের সাথী হিসেবে একটি দলের সঙ্গে কূলান্দপুর উত্তরপাড়া জামে মসজিদে এসেছিলেন। বুধবার সকালে তিনি ওই গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ হোন। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে উদ্ধার করা সম্ভব না হওয়ায় ডুবুরি দল এসে সাড়ে ৩ ঘণ্টা চেষ্টার পর তার লাশটি উদ্ধার করে।
ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আতাউর রহমান বলেন, ‘ঘোড়াঘাট ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা প্রাথমিকভাবে নদীতে উদ্ধার অভিযান চালালেও, নিখোঁজ বিদেশি নাগরিকের সন্ধান পাওয়া যায়নি। পরে রংপুরের ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা দুপুর ১২টায় লাশটি উদ্ধার করে।’
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে করতোয়ায় নদীতে গোসলে নেমে ২ শিশুর মৃত্যু
২ সপ্তাহ আগে