নতুন মামলা
নতুন মামলায় গ্রেপ্তার সালমান-আনিসুল-পলক, মুরাদকে পাঁচ দিন রিমান্ড
নতুন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত সোমবার (২৬ মে) এই আদেশ দেন।
গ্রেপ্তার দেখানো অপর দুই নেতা হলেন— সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন।
নিউমার্কেট থানায় দায়ের করা ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, গুলশান থানার মামলায় সালমান এফ রহমান, মিরপুর থানার মামলায় আনিসুল ও পলক, উত্তরা পূর্ব থানার মামলায় আসাদুরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগেই সালমান, আনিসুল, পলকদেরকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। পরে নতুন মামলায় তাদের দেখানোর আবেদন করা হয়। শুনানি নিয়ে আদালত তাদেরকে এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আরও পড়ুন: দুই দিনের রিমান্ডে সাবেক মেয়র আইভী
অপরদিকে নিউমার্কেট থানায় দায়ের করা ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় শাহে আলম মুরাদকে ১০দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ।
অপরদিকে আসামিপক্ষ থেকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন নাকচ চাওয়া হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত শাহে আলম মুরাদকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ১৩ আগস্ট গ্রেপ্তার হন সালমান ও আনিসুল। এরপুর বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছেন পলকসহ অন্যরা।
২১৬ দিন আগে
নতুন মামলায় গ্রেপ্তার সালমান ও আনিসুলসহ ৫ জন
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে চার থানায় দায়ের হওয়া পৃথক পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৫ জনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৬ নভেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
আরও পড়ুন: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় শহিদুল আলমের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম স্থগিত
এসব মামলায় গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন- সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক এমপি ব্যারিস্টার সায়েদুল হক সুমন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব জাহাঙ্গীর আলম।
গ্রেপ্তার দেখানো মামলার মধ্যে রাজধানীর মিরপুর মডেল থানা ও উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় আনিসুল হককে এবং মিরপুর থানার একই মামলায় সালমান এফ রহমান ও কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ব্যারিস্টার সুমনকে খিলগাঁও থানার হত্যা মামলায় এবং লালবাগ থানার হত্যা মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
শুনানিকালে আসামিদের কারাগার থেকে আদালতে আনা হয়। গ্রেপ্তার দেখানোর পর সবাইকে আবার কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
পৃথক মামলায় তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আরও পড়ুন: আরও এক মামলায় গ্রেপ্তার দেখানো হলো হাজী সেলিমকে
৪১৭ দিন আগে