ধান-চালের মূল্য নির্ধারণ
আমন মৌসুমের ধান-চালের মূল্য নির্ধারণ করা হয়েছে: বাণিজ্য উপদেষ্টা
বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমন মৌসুমে সরকারের ধান চাল সংগ্রহ কার্যক্রমে প্রতি কেজি ধান ৩৩ টাকা, সিদ্ধ চাল ৪৭ টাকা ও আতপ প্রতি কেজি ৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি (এফপিএমসি) সভা শেষে এসব তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা।
আরও পড়ুন: ২ বছরের মধ্যে মোংলা বন্দরে কর্মচাঞ্চল্য বাড়বে: নৌপরিবহন উপদেষ্টা
বাণিজ্য উপদেষ্টা বলেন, সভায় আমন সংগ্রহ মৌসুমে ৩ দশমিক ৫ লাখ মেট্রিক টন ধান, ৫ দশমিক ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও ১ লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০২৪-২৫ অর্থবছরে আমন থেকে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ করা হবে।
ধান ও সিদ্ধ চাল আগামী ১৭ নভেম্বর ২০২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ এবং আতপ চাল ১৭ নভেম্বর ২০২৪ থেকে ১৫ মার্চ ২০২৫ পর্যন্ত সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা
২ সপ্তাহ আগে