কমলগঞ্জ
টানা ছুটিতে পর্যটকদের বরণ করতে প্রস্তুত কমলগঞ্জ
প্রকৃতির অপরুপ সৌন্দর্য্যের অপার লীলাভূমি চায়ের দেশ খ্যাত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা। প্রতিবছরই ঈদের ছুটিতে হাজারো পর্যটকে মুখর হয়ে ওঠে এই পর্যটন নগরী। ঈদ উপলক্ষে টানা ছুটি থাকায় এবারও পর্যটকদের বরণ করতে যাবতীয় প্রস্তুতি নিয়েছে কমলগঞ্জ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের সরকারি ছুটি শুরু হয়েছে শুক্রবার (২৮ মার্চ)। দীর্ঘ ছুটি উপভোগ করার জন্য পরিবার নিয়ে সময় কাটাতে অনেকেই ছুটছেন দেশের পর্যটন স্থানগুলোতে।
সবুজে ঘেরা চা বাগান দেখতে প্রতি বছরই ঈদের ছুটিতে কমলগঞ্জে ভিড় জমান পর্যটকরা। এবারের চিত্রও তার ভিন্ন নয়। ঈদের ছুটিতে ঘুরে বেড়াতে অনেকেই বেছে নিয়েছেন কমলগঞ্জকে। মৌলভীবাজার জেলার সর্বাধিক পর্যটনকেন্দ্র রয়েছে এই উপজেলাতেই।
পর্যটনক্ষেত্রে অপার সম্ভাবনাময় এই উপজেলায় ২০টিরও বেশি পর্যটন কেন্দ্র রয়েছে। জীববৈচিত্র্যে ভরপুর কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান, নয়নাভিরাম মাধবপুর লেক, হামহাম জলপ্রপাত, মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্যের বাহক ত্রিপুরা সীমান্তবর্তী বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি হামিদুর রহমান স্মৃতিসৌধ, পদ্মছড়া লেক, বণ্যপ্রাণীর অভয়ারণ্য রাজকান্দি বন, শমসেরনগর বিমানবন্দর, প্রাচীন ঐতিহ্যের বাহক লক্ষ্মীনারায়ণ দিঘি, ২০০ বছরের প্রচীন ছয়চিরি দিঘি, শমশেরনগর বাঘীছড়া লেক, সুইচভ্যালি, আলীনগর পদ্মলেক, মণিপুরী ললিতকলা একাডেমি, শমশেরনগর গলফ মাঠ, মাগুরছড়া পরিত্যক্ত গ্যাসফিল্ড, মাগুরছড়া খাসিয়া পুঞ্জি, ডবলছড়া খাসিয়া পুঞ্জি, অপরূপ শোভামণ্ডিত উঁচু-নিচু পাহাড়বেষ্টিত সারিবদ্ধ চা বাগানসহ বাংলাদেশের বৃহত্তম নৃ-গোষ্ঠী মণিপুরী সম্প্রদায়ের নিরাপদ আবাসস্থল এ উপজেলা।
৩৬ দিন আগে
কমলগঞ্জে অটোরিকশা উল্টে ২ কলেজ ছাত্রের মৃত্যু
মৌলভীবাজারে অটোরিকশা উল্টে আব্দুল্লাহ আল সায়েম ও অমিত সূত্রধর নামে ২ কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এতে শিশুসহ আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার (৬ নভেম্বর) সকাল দিকে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: নাটোরে বাসের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু
নিহতরা হলেন- শ্রীমঙ্গল কালাপুর ইউনিয়নের মাইজদিহি এলাকার আব্দুল্লাহ আল সায়েম (১৭) ও ভাগলপুর এলাকার অমিত সূত্রধর (১৮)।
তারা কমলগঞ্জ সরকারি গণ-মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
আহতরা হলেন- শ্রীমঙ্গল কালাপুর ইউনিয়নের মাইজদিহি এলাকার শাহীন মিয়া (১৮), সৈকত দেব (১৮) ও শিশু জান্নাতুল (১১)।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থেকে অটোরিকশায় কমলগঞ্জ কলেজে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বের হয় শিক্ষার্থীরা।
কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বটেরতলা এলাকায় এলে একটি শিশুকে বাচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়।
ঘটনাস্থলেই শিক্ষার্থী আব্দুল্লাহ আল সায়েমের মৃত্যু হয়। অটোরিকশায় থাকা আরও তিনজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আহত অমিত ও শিশু জান্নাতুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের মৌলভীবাজার হাসপাতালে পাঠিয়েছেন। সেখান থেকে আহত অমিতকে উন্নত চিকিৎসার জন্য সিলেট নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: খাগড়াছড়িতে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ৪
১৭৯ দিন আগে