ভারতীয় খাশিয়া
জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাশিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাশিয়ার গুলিতে জমির আহমদ নামে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (৬ নভেম্বর) বাংলাদেশ-ভারত সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নম্বর ১২৮৬-১২৮৭ টিপরাখলা-ঘিলাতৈলয় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ঝালকাঠিতে মাহিন্দ্র-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫
নিহত যুবক জমির আহমদ (২৩) উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের আব্দুল মন্নানের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার দুপুর ৩টার দিকে ভারতে প্রবেশের সময় খাসিয়ার গুলিতে ঐ যুবক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ভারতীয় খাসিয়ার গুলিতে ঐ যুবক নিহত হয়েছেন।
এছাড়া লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: কুয়াকাটা নির্মানাধীন দোকানের দেয়াল ধসে ২ শ্রমিক নিহত
১ মাস আগে