আনুষ্ঠানিক পদত্যাগ
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের আনুষ্ঠানিক পদত্যাগ
শুক্রবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইউভাল গ্যালান্ট।
তার স্থলাভিষিক্ত হয়েছেন ইসরায়েল কাতজ। তিনি বর্তমানে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
তিন দিন আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গ্যালান্টকে বরখাস্ত করেন। এ ঘটনার পরই দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়।
ইসরায়েলের অনেকেই গ্যালান্টকে কট্টোর ডানপন্থি সরকারের মধ্যে একমাত্র মধ্যপন্থি কণ্ঠস্বর হিসেবে বিবেচনা করেন। তার অপসারণকে গাজায় বন্দিদের উদ্ধারে নেতানিয়াহুর অনাগ্রহ হিসেবে দেখা হচ্ছে। কাতজ বর্তমানে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন এবং তিনি নেতানিয়াহুর দীর্ঘকালীন অনুগামী ও বর্ষীয়ান মন্ত্রী হিসেবে পরিচিত।
আরও পড়ুন: নেদারল্যান্ডসে ইসরায়েলি ফুটবল সমর্থকদের ওপর হামলা
এছাড়াও, শুক্রবার ইসরায়েলের সামরিক দপ্তর গাজায় মানবিক সহায়তা পাঠানোর জন্য নতুন এইড ক্রসিং খোলার প্রস্তুতি নিচ্ছে। তবে এর সময় এখনো নির্ধারণ করা হয়নি।
ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ৩০০ ট্রাক মানবিক সহায়তা সামগ্রী সরবরাহ করছে সংযুক্ত আরব আমিরাত। তারা আগামী কয়েক দিনের মধ্যে গাজা উপত্যকায়েএসব সহায়তা পাঠানোর অনুমতি দেবে তারা। তবে, এটি যুক্তরাষ্ট্রের প্রত্যাশা অনুযায়ী কম। যুক্তরাষ্ট্র চায় প্রতিদিন ৩৫০টি ট্রাক সহায়তা গাজায় পাঠানো হোক।
২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হয় ইসরায়েল-হামাস যুদ্ধ। সে সময় সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় ১,২০০ মানুষকে হত্যা করে। এর মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক। এছাড়া ২৫০ জনকে জিম্মি করে।
এরপরে গাজায় ইসরায়েলের সামরিক বাহিনী হামলা চালিয়ে ৪৩,০০০ জনেরও বেশি মানুষ হত্যা করে বলে জানান ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা। তবে এর মধ্যে কতজন বেসামরিক ও সামরিক বাহিনীর সদস্য, তা তারা নির্দিষ্ট করে জানাননি। তবে তাদের দাবি, নিহতদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু।
হিজবুল্লাহ ২০২৩ সালের ৮ অক্টোবর গাজা উপত্যকায় হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলে গোলাবর্ষণ শুরু করে। সংঘাত শুরু হওয়ার পর লেবাননে ৩,১০০ জনের বেশি মানুষ নিহত এবং প্রায় ১৩,৯০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
আরও পড়ুন: লেবাননে ইসরায়েলি বিমান হামলায় প্রবাসী বাংলাদেশি নিহত
১ মাস আগে