বীজের গোডাউন
জয়পুরহাটে বীজের গোডাউনে আগুন
জয়পুরহাটে একটি বীজের গোডাউনে আগুনে বিভিন্ন ফসলের বীজসহ মালামাল পুড়ে গেছে।
শুক্রবার (৮ নভেম্বর) রাতে পৌরসভার মুসলিম নগর এলাকায় বেলাল শেখ নামে এক ব্যবসায়ীর গোডাউনে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: জয়পুরহাটে টনসিল অপারেশনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ
জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শরিফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে রাত ১০টার দিকে আমাদের দুইটি ইউনিটের দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান। এরপর প্রায় দুই থেকে তিন ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। ওই গোডাউনের একটি দরজা ছাড়া প্রবেশের আর কোনো পথ ছিল না। তাই আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। আগুন নিভে গেলেও ভেতরে তুষ জাতীয় বিভিন্ন ফসলের বীজ, ভুট্টা, কার্টুন, পলিথিন ইত্যাদি পোড়ার কারণে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়।’
শরিফুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনও নিরূপণ হয়নি।
আরও পড়ুন: জয়পুরহাটে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত
১ মাস আগে