জাতীয় সমস্যা
গণতন্ত্র ও ভোটাধিকারই জাতীয় সমস্যা সমাধানের চাবিকাঠি: তারেক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের সমস্যা সমাধানে এবং জাতির বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে জনগণের ভোটাধিকার নিশ্চিত করে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।
শনিবার (৯ নভেম্বর) জাতীয়তাবাদী কৃষক দলের এক প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
তিনি আরও ঘোষণা দেন, ‘তার দল ক্ষমতায় গেলে কৃষকের পানি সংকট নিরসন করে কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য আমদানি কমানোর লক্ষ্যে সত্তরের দশকের শেষ দিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, তা আবার শুরু করা হবে।’
আরও পড়ুন: বিদেশে আসিফ নজরুলকে অসম্মান দেশের মর্যাদার ওপর আঘাত: তারেক রহমান
বিএনপি নেতা বলেন, ‘দেশ, জনগণ ও জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। গ্রামাঞ্চলসহ জাতীয়তাবাদী শক্তির সবাইকে সতর্ক করতে হবে এবং এই বার্তা দিতে হবে- গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা না করা পর্যন্ত সব খাতের সমস্যার সমাধান সম্ভব নয়।’
তিনি আরও বলেন, জনগণের কাছে প্রকৃত প্রতিনিধিদের জবাবদিহি না থাকরে বাজার নিয়ন্ত্রণ বা ব্যবসায়ী সিন্ডিকেট নির্মূল করা সম্ভব হবে না। ‘একইভাবে গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া শিক্ষা থেকে শিল্প পর্যন্ত দেশের কোনো খাতের উন্নয়ন, দুর্নীতি দমন কিংবা কোনো ইতিবাচক অগ্রগতি অর্জন অসম্ভব হয়ে পড়বে।’
যেকোনো মূল্যে নাগরিকদের ভোটাধিকার রক্ষা করতে হবে- ইউনিয়ন পর্যায়ের নাগরিকদেরকেও এই বার্তা পৌঁছে দিতে জাতীয়তাবাদী শক্তির প্রতি আহ্বান জানান তারেক রহমান।
তিনি বলেন,‘ আপনাদেরকে অবশ্যই জনগণকে বলতে হবে, তারা যে দলের রাজনীতিকেই সমর্থন করুক না কেন, কাকে ভোট দিতে চায় না কেন, তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।’
তিনি আরও বলেন, বাংলাদেশে আর কোনো ভুয়া নির্বাচন বা রাতে ভোটের সুযোগ দেওয়া উচিত নয়। তিনি বলেন, 'দিনের আলোতে ভোট দিতে হবে। আপনার পছন্দসই প্রার্থীকে ভোট দেওয়ার স্বাধীনতা থাকতে হবে এবং নিরাপদে ভোট দেওয়ার স্বাধীনতা থাকতে হবে। কাউকে বিরক্ত করা বা অন্যকে ভয় দেখানোর সুযোগ দেওয়া উচিত নয়।’
বিএনপির এই নেতা বলেন, কোনো ভয়ভীতি ছাড়াই সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন করতে হবে। ‘আমরা যদি এটা নিশ্চিত করতে পারি, তাহলে আমরা ধীরে ধীরে দেশ ও জনগণের সমস্যা দূর করতে পারব।’
বিএনপির এই নেতা আরও বলেন, সব ধরনের চক্রান্ত নস্যাৎ করতে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মিলনায়তনে জাতীয়তাবাদী কৃষক দল দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে।
সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য রাখতে কৃষি খাতের উন্নয়ন, কৃষকের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সব ধরনের কৃষি উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণে দলের ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেন তারেক রহমান।
তিনি আরও বলেন, আগামীতে আরও প্রকৃত কৃষকদের সম্পৃক্ত করে কৃষক দলকে শক্তিশালী করা হবে।
আরও পড়ুন: জনগণের আকাঙ্ক্ষা পূরণে পদক্ষেপ নিন: অন্তর্বর্তীকালীন সরকারকে তারেক
১ মাস আগে