যোগ হচ্ছে নতুন মুখ
উপদেষ্টা পরিষদে যোগ হচ্ছে নতুন মুখ
অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে যোগ হচ্ছে নতুন সদস্য। রবিবার সন্ধ্যায় নতুন সদস্যদের শপথ গ্রহণের কথা রয়েছে।
অন্তবর্তী সরকারের জ্যেষ্ঠ এক কর্মকর্তা ইউএনবিকে বলেন, ‘উপদেষ্টা পরিষদের সম্প্রসারণ হচ্ছে। তবে এই মুহূর্তে সংখ্যা বলতে পারছি না।’
সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। যেখানে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়নি: রিজওয়ানা হাসান
এদিকে, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এ দিন তেজগাঁও কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সেনাপ্রধান প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন
সাক্ষাৎকারের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং এই সাক্ষাৎকারের বিষয় নিশ্চিত করেছে।
আরও পড়ুন: সমন্বয়কদের প্রত্যাশা বাস্তবায়ন করবে উপদেষ্টা পরিষদ: উপদেষ্টা
১ মাস আগে