অভিবাসী শ্রমিক
'অভিবাসী শ্রমিকরা জাতি গড়ার কারিগর'
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশের প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ লাউঞ্জ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস।
তিনি বলেন, ‘আমাদের প্রবাসী শ্রমিকরা জাতি গঠনের কারিগর। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব।’
প্রধান উপদেষ্টা বলেন, ‘এই লাউঞ্জ তাদের যাত্রা সহজ করবে বলে আমরা বিশ্বাস করি।’
হযরত শাহজালাল বিমানবন্দরে এ ধরনের প্রবাসী লাউঞ্জ এটিই প্রথম।
এখানে বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের বিশ্রামের ব্যবস্থা থাকবে এবং খাবারের ক্ষেত্রে ভর্তুকি দেওয়া হবে।
আরও পড়ুন: অভিবাসী শ্রমিকদের অধিকার আদায়ে ট্রেড ইউনিয়ন প্ল্যাটফর্ম
১ মাস আগে