ঢাকা–ময়মনসিংহ
৩ দিন পর ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক যান চলাচল শুরু
তিন মাসের বকেয়া বেতনের দাবিতে টানা তিনদিন পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করেছে গাজীপুর মহানগরের মোগরখাল এলাকার টিএন্ডজেড গ্রুপের পাঁচটি কারখানার শ্রমিকরা।
সোমবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন: গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
এর আগে শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই অবরোধ শুরু হয়।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, সোমবার দুপুরের দিকে শিল্প মন্ত্রণালয়ের সচিব শ্রমিকদের অডিও বার্তা দিয়ে তাদের পাওনা পরিশোধের আশ্বাস দেন। প্রাথমিক পর্যায়ে তাদের পাওনার ৬ কোটি টাকার ব্যবস্থা করবে সরকার।
বাদবাকি পাওনা দিয়ে পরিশোধের ব্যাপারে শ্রম মন্ত্রণালয়ে শ্রমিক ও মালিক পক্ষের বৈঠক হবে।
তিনি বলেন, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়ার নেতৃত্বে শ্রমিকদের ৫ সদস্যের টিম মন্ত্রণালয়ে বৈঠক করতে যাবেন। সেখানেই আলাপ-আলোচনা করে বকেয়া মেটানোর চূড়ান্ত ফয়সালা হবে।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার আরও বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, সেনাবাহিনীর সদস্য, বিজেপি সদস্য ও শিল্প পুলিশের উপস্থিতিতে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এরপরই দীর্ঘ যানজটে থাকা যানবাহন আস্তে আস্তে চলতে শুরু করে।
আরও পড়ুন: বকেয়া বেতনের দাবিতে সিলেটে চা শ্রমিকদের কর্মবিরতি, উৎপাদনে ধস
বকেয়া বেতনের দাবিতে সিলেটে আন্দোলনে শ্রমিকরা, চা উৎপাদনে ধস
১ সপ্তাহ আগে