সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা
ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা খুবই বিরক্তিকর: ফারুকী
অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে হত্যা মামলা হওয়ার বিষয়টি খুবই বিরক্তিকর ও উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সোমবার (২৮ এপ্রিল) সচিবালয়ে কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি শর্টফিল্ম ‘আলীর’ প্রদর্শনের আমন্ত্রণ নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: মঙ্গল শোভাযাত্রার নাম বদলের ইঙ্গিত ফারুকীর
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে গুলিতে বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা হয়েছে- এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আমি এখন সরকারের অংশ, অ্যাকটিভিস্ট নই। অ্যাক্টিভিস্ট হলে কথা বলতাম বেশি। সরকারের অংশ হওয়ায় আমাকে কথা কম বলে কাজ বেশি করতে হয়।’
‘ইরেশ জাকেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি। জুলাই আন্দোলনে তিনি জড়িত ছিলেন। ফলে এটা ডিপলি ট্রাবলিং অ্যান্ড ডিপলি ডিস্টার্বিং (খুবই বিরক্তিকর ও উদ্বেগজনক)।
তিনি বলেন, ‘মামলা করেছেন একজন, এটি রাষ্ট্রপক্ষের মামলা নয়। আমরা স্বাধীনতা পেয়েছি, মামলা করার স্বাধীনতা সবার আছে। সেই স্বাধীনতার কেউ অপব্যবহারও করছেন।’
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘আমি বিশ্বাস করি, পুলিশ এটার সঠিক তদন্ত করবে। যেটা সত্য, সেটার পক্ষে থাকবে, যেটা মিথ্যা সেটা বাতিল করবে।’
আরও পড়ুন: ফ্যাসিস্টের মুখাবয়ব পোড়ানোয় জড়িতদের আইনের আওতায় আনা হবে: ফারুকী
এ বিষয়ে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবেন কিনা, প্রশ্নে তিনি বলেন, ‘সরকারের অনেক কাজ আমরা প্রকাশ্যে বলতে পারি না। আপনারা নিশ্চিত থাকতে পারেন যে, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের কোনো কিছু কিংবা যা কিছু সাংস্কৃতির সঙ্গে সম্পর্কিত, সেগুলোর সঙ্গে আমি বা আমার মন্ত্রণালয় জড়িত থাকি। তবে সব ক্ষেত্রে আমরা বলি না এই কাজটি আমরা করছি।’
সংস্কৃতি উপদেষ্টা আরও বলে, ‘আমরা অনেক কাজ করছি। যেটা আমাদের দায়িত্ব। সেই বিষয়ে পিআর (প্রচারণা) করি না।’
২২১ দিন আগে
মন্ত্রিত্ব ফ্যাসিবাদবিরোধী অবস্থানের পুরস্কার নয়: ফারুকী
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, 'আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থানের' পুরস্কার হিসেবে তিনি মন্ত্রীর পদ গ্রহণ করেননি।
সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে প্রথম পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ফারুকী বলেন, 'আমি বিশ্বাস করি আমাদের দলটি দারুণ। আমরা মিটিং করব। সেখানে আমরা চিন্তাভাবনা করব- আমরা কী করতে পারি? আমরা চলে যাওয়ার পরে, আমাদের বলতে পারা উচিত যে আমরা দৃশ্যমান কিছু করেছি। এটি প্রস্তুত হয়ে গেলে আমরা প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করব।’
আরও পড়ুন: ‘তোদের অসভ্যতার শেষ হোক’: ফারুকী
তিনি বলেন, ‘অনুমোদনের পর আমরা তা আপনাদের সামনে উপস্থাপন করব। আপনিও জানতে পারবেন। আমরা রোডম্যাপ শেয়ার করব, আমরা কী করতে চাই। আমরা যেদিন চলে যাব সেদিনই আপনারা বিচার করবেন আমরা কতটুকু সফল হয়েছি আর কোথায় ব্যর্থ হয়েছি। ব্যর্থতার জন্য আমরা ক্ষমা চাইব।’
ছাত্র আন্দোলনের নেতাদের সমালোচনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'আমার অবস্থান, আমি কী করব, কী করেছি- গত ১৫ বছরে আমার ফেসবুক অ্যাক্টিভিটি দেখলেই বুঝতে পারবেন। শুধু কয়েকটা পোস্ট না দেখে সবগুলো দেখুন। আপনারাও আমার সিনেমা দেখে আমার অবস্থান বুঝতে পারবেন।’
তিনি বলেন, 'আমি ফ্যাসিস্টদের সমর্থন করি, এটা বলা অবিশ্বাস্য। এর জবাব দেওয়ার দরকার নেই। আমার লেখাগুলো পড়ুন। 'এই চেতনা নিয়ে আমরা কী করব?' – ২০১৪ সালে যেদিন শাহবাগে ফ্যাসিবাদ শুরু হয়েছিল, সেদিন লিখেছিলাম, সেটিও পড়ুন। এছাড়া ২০১৫ সালে 'ইন সার্চ অব বাটস অ্যান্ড ইফস' শিরোনামে একটি নিবন্ধ লিখেছিলাম।’
তিনি আরও বলেন, ‘আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম কিনা- তার পুরস্কার হিসেবে আমি এই মন্ত্রিত্ব নিতে আসিনি। গুরুত্বপূর্ণ হচ্ছে আমি এই কাজটি করতে পারি কিনা। যারা আমাকে বিশ্বাস করেন, তারা মনে করেন, আমি পারব। তারপর ভাবলাম, হ্যাঁ, হয়তো পারব।’
ফারুকী বলেন, ‘তাই আমার কাজ দিয়েই আমাকে বিচার করুন। ফ্যাসিবাদবিরোধী হওয়ার পুরস্কার হিসেবে আমার মন্ত্রিত্ব পদের দরকার নেই।’
আরও পড়ুন: ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে মুক্তি পাচ্ছে ফারুকীর 'শনিবার বিকেল'
৩৮৮ দিন আগে