আগামী ২০ নভেম্বর
তারেকের জন্মদিন পালনের কর্মসূচি নেই বিএনপির
আগামী ২০ নভেম্বর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬০তম জন্মদিন উপলক্ষে কোনো কর্মসূচি না রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
ইতোমধ্যে এ সিদ্ধান্তের কথা সারা দেশে দলীয় নেতাকর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
আরও পড়ুন: বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
বিজ্ঞপ্তিতে বলা হয়, তারেক রহমানের জন্মদিন ২০ নভেম্বর বুধবার।
এতে বলা হয়, ‘বিএনপির সব শাখার নেতাকর্মী, সারা দেশের সহযোগী ও সহযোগী সংগঠনগুলোকে জানানো যাচ্ছে যে, তারেক রহমানের জন্মদিনের ওই দিন তারেক রহমানের জন্মদিন পালনের জন্য কোনো কর্মসূচি পালন করা হবে না।’
কেউ এই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দলটি।
তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর বগুড়ায় জন্মগ্রহণ করেন। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান এবং তখন থেকে তিনি সেখানে পরিবারের সঙ্গে বসবাস করছেন।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তার মা ও দলের চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
জামিনে মুক্তি পাওয়ার আট দিন পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমান সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে চিকিৎসার জন্য লন্ডন যান।
২০০৭ সালের ৭ মার্চ গ্রেপ্তার তারেক রহমান ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান।
আরও পড়ুন: মেহেরপুরে বিএনপি নেতা আব্দুর রহমান মারা গেছেন
১ মাস আগে