সাবেক স্বামী
স্বামীকে ছেড়ে দেবরকে বিয়ে: নারীকে গলাকেটে হত্যা, সাবেক স্বামী আটক
লক্ষ্মীপুরে ৩৫ বছরের সংসার ও স্বামীকে ছেড়ে দেবরকে বিয়ে করায় এক নারীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার বেলা ১১টার দিকে পৌর শহরের স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত সাবেক স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
নিহত শহরবানু পঞ্চগড় জেলার দেবীগঞ্জ গ্রামের ফজর আলীর মেয়ে।
আটক খোকন আলী শেখ বগুড়ার বাসিন্দা মেহের আলীর ছেলে।
আরও পড়ুন: সাভারে বাসচালককে গলাকেটে হত্যা, ভ্যানচালক আটক
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, প্রায় ৩৫ বছর আগে বগুড়ার বাসিন্দা মেহের আলীর ছেলে খোকন শেখ ও পঞ্চগড় জেলার দেবীগঞ্জ গ্রামের বাসিন্দা ফজর আলীর মেয়ে শহরবানুর বিয়ে হয়। খোকন ঢাকার আব্দুল্লাহপুর এলাকায় কাঁচামালের (সবজি) ব্যবসায়ী হিসেবে স্ত্রী নিয়ে ওই এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। তাদের সংসারে তিন সন্তানও রয়েছে। এ সুবাধে ভাইয়ের বাসায় আসা যাওয়া করতেন তার ছোট ভাই ফকির আলী শেখ। এতে করে দেবর ভাবীর মধ্যে সখ্যতা গড়ে উঠে। এক পর্যায়ে তারা দু’জন পালিয়ে এসে লক্ষ্মীপুর শহরের সিরাজ মোল্লার বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। সাবেক স্বামীকে ডিভোর্স দিয়ে শহরবানু নতুন সংসার শুরু করেন।
এক পর্যায়ে ছোট ভাইয়ের কাজে যাওয়ার ফাঁকে বাসায় ঢুকে শহর বানুকে ফিরিয়ে নেয়ার প্রস্তাব দেন খোকন। এতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে শহরবানুকে গলাকেটে হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে খোকন। এসময় স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আরও পড়ুন: চট্টগ্রামে প্রবাসীকে গলাকেটে হত্যা মামলায় ৯ জনের ফাঁসির আদেশ
লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান জানান, পুলিশ হত্যাকারীকে আটক করেছে। লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
২ বছর আগে
সাবেক স্বামীকে পিটিয়ে হত্যা, স্ত্রী ও তার বর্তমান স্বামী আটক
গাইবান্ধায় সাবেক স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্ত্রী ও তার বর্তমান স্বামীকে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের দক্ষিণ আনালের তাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন-স্ত্রী শিউলী বেগম ও তার বর্তমান স্বামী একই গ্রামের বায়োজিত ইসলাম।
নিহত সাখাওয়াত হোসেন গাইবান্ধা শহরের সরকার পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে।
আরও পড়ুন: ফেসবুকে মন্তব্যের জেরে গাজীপুরে ছুরিকাঘাতে নিহত ৩, আটক ২
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, দুই বছর আগে গাইবান্ধা শহরের সরকার পাড়ার বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে সাখাওয়াত হোসেনের সঙ্গে আনালেরতাড়ি গ্রামের সৈয়দ আলীর মেয়ে শিউলী বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে দুজনের মধ্যে মনোমালিন্য হওয়ায় দুজনের বিবাহ বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর শিউলি বেগমের সাথে একই গ্রামের বায়োজিত ইসলামের আবারও বিয়ে হয়। তবে তাদের বিচ্ছেদ হলেও শিউলী ও সাখাওয়াত মধ্যে গোপনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
তিনি জানান, বুধবার রাতে সাখাওয়াত শিউলীর সঙ্গে গোপনে দেখা করতে গেলে শিউলীর স্বামী বায়োজিদ ইসলাম ও তার স্বজনরা ঘটনা টের পায় এবং ডাকাত এসেছে বলে চিৎকার করে গ্রামবাসীকে খবর দেয়।
আরও পড়ুন: ফরিদপুরে অস্ত্র ও মাদক উদ্ধার, দম্পতি আটক
বিক্ষুব্ধ গ্রামবাসী সাখাওয়াতকে মারধর করলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে আহত সাখাওয়াতকে গাইবান্ধা হাসপাতালে রেখে সাবেক স্ত্রীর স্বজনরা পালিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওসি জানান, এ ঘটনার অভিযুক্ত নিহতের সাবেক স্ত্রী ও তার বর্তমান স্বামীকে আটক করা হয়েছে।
২ বছর আগে
নাটোরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যুর অভিযোগ
নাটোরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে মিম আক্তার নামে এক নারীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এই হত্যার ঘটনা ঘটে।
নিহত মিম আক্তার ওই এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত, নারীর লাশ উদ্ধার
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নাটোর শহরের হাফরাস্তা এলাকার দোকান কর্মচারী রাজু প্রামানিকের সঙ্গে বিয়ে হয়েছিল মিম আক্তারের। বনিবনা না হওয়ায় ছয় মাস আগে তাদের ছাড়াছাড়ি হয়ে গেলে মিম তার বাবার বাড়ি সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে চলে যান।
আরও পড়ুন: বিশ্বনাথে চালককে ছুরিকাঘাত করে টমটম ছিনতাই
তিনি আরও জানান, শনিবার ১১টার দিকে সহযোগীসহ রাজু সেখানে গিয়ে সাবেক স্ত্রী মিমকে এলোপাতারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা মিমকে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযুক্তকে ধরতে পুলিশি অভিযান চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
২ বছর আগে
ধর্ষণে ব্যর্থ, পিটিয়ে জখম করে পালালো সাবেক স্বামী
নাটোরের নলডাঙ্গা উপজেলায় ট্রেন থেকে নামিয়ে এক নারীকে ধর্ষণে ব্যর্থ হয়ে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে সাবেক স্বামী জালাল উদ্দিনের বিরুদ্ধে।
৪ বছর আগে