লিবিয়া-তিউনিশিয়া
লিবিয়া-তিউনিশিয়া থেকে ফিরলেন আটকে পড়া ১৬১ জন বাংলাদেশি
লিবিয়া ও তিউনিশিয়ায় আটকেপড়া মোট ১৬১ জন বাংলাদেশি অভিবাসী বুধবার পৃথকভাবে দেশে ফিরেছেন। বুধবার (১৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) যৌথ উদ্যোগে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।
প্রত্যাবর্তনকারীদের মধ্যে ১৪৩ জন লিবিয়া থেকে একটি চার্টার্ড বুরাক এয়ার ফ্লাইটে (ইউজেড ০২২২) বুধবার সকাল ৬টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
আরও পড়ুন: লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৫৭ বাংলাদেশি
তার আগে, তিউনিশিয়া থেকে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (টিকে-৭১২) ভোর ৫টা ২৫ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন আটকে পড়া ১৮ জন বাংলাদেশি।
দেশে পৌঁছানোর পর বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইওএমের কর্মকর্তারা অভিবাসীদের স্বাগত জানান।
প্রত্যাবর্তনকারীদের বেশিরভাগই মানব পাচারকারীদের দ্বারা প্রভাবিত হয়ে তাদের মাধ্যমে সমুদ্রপথে ইউরোপে পৌঁছানোর অভিপ্রায়ে অবৈধভাবে লিবিয়া ও তিউনিশিয়ায় প্রবেশ করেছিলেন। লিবিয়ায় থাকাকালে তাদের অনেকেই অপহরণ ও নির্যাতনের শিকার হন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রত্যাবর্তনকারীদের অবৈধ অভিবাসনের বিপদ, বিশেষ করে লিবিয়া হয়ে ইউরোপে বিপজ্জনক যাত্রা সম্পর্কে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
তিউনিশিয়া থেকে প্রত্যাবর্তন করা প্রত্যেক ব্যক্তিকে পাঁচ হাজার ৪৫০ এবং লিবিয়া থেকে প্রত্যাবর্তনকারী প্রত্যেককে ছয় হাজার টাকার পাশাপাশি খাদ্য সরবরাহ, চিকিৎসা সহায়তা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করেছে আইওএম।
ত্রিপোলিতে বাংলাদেশ মিশন এবং আইওএমসহ পররাষ্ট্র মন্ত্রণালয় লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসন নিশ্চিত করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৫০ অনিয়মিত বাংলাদেশি
১ মাস আগে