মোটরসাইকেল সংঘর্ষে
মৌলভীবাজারে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রবাসীর মৃত্যু
মৌলভীবাজারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাকিব চৌধুরী সোহান (১৭) নামে এক কিশোর নিহত হয়।
বুধবার (১৩ নভেম্বর) রাতে সদর উপজেলার কামালপুর নতুন ব্রিজ এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিব চৌধুরী সোহান মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুরা গ্রামের মৃত কমরু মিয়া চৌধুরীর ছেলে। তিনি আমেরিকা থাকে।
আরও পড়ুন: সিলেটে ৩ গাড়ির সংঘর্ষ, মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সোহানের মামা এমদাদুর রহমান রেনু জানান, সোহান কিছুদিন হলো তার মাকে নিয়ে আমেরিকা থেকে দেশে বেড়াতে এসেছে। বুধবার রাতে তার নানাবাড়ি নালিহুরী থেকে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিল। এ সময় কামালপুর নতুন ব্রিজের মধ্যস্থানে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মোটরসাইকেলসহ যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ
১ মাস আগে