বিষাক্ত খাবার
খুলনায় বিষাক্ত খাবার খেয়ে ভাই-বোনের মৃত্যু
খুলনায় বিষাক্ত খাবার খেয়ে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃত শিশুরা হলো- রুপসা উপজেলার শ্রীফলতলা চন্দন শ্রী এলাকার বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী মাসুদ রানার মেয়ে ইরানী (৫) ও ছেলে মো. আব্দুল গনি (৪)। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
নিহতদের বাবা মাসুদ রানার স্থানীয় বাজারে মুদি দোকান রয়েছে ও মা নার্গিস বেগম মানুষের বাড়িতে কাজ করেন। ওই দম্পতির মাছুরা নামে ৮ বছর বয়সি আরেকটি মেয়ে আছে।
আরও পড়ুন: খুলনায় ডিবি সদস্যদের উপর হামলা, আহত ৩
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, বুধবার রাতে মাসুদ রানা কিছু ফল কিনে বাড়িতে নিয়ে যান। পরে দুই শিশু খাবার খাওয়ার পর ফলগুলো খায়। কিছুক্ষণ পর দুই শিশুই অসুস্থ হয়ে পড়লে তাদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। সেখান থেকে প্রথমে তাদের খুলনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। যদি কেউ অভিযোগ দায়ের করেন, তবে তা গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. সুহাস রঞ্জন হালদার জানিয়েছেন, নিহতদের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: খুলনায় স্বর্ণের বারসহ যুবক গ্রেপ্তার
১ মাস আগে