ধান সেদ্ধ
ভোলায় ধান সেদ্ধ করার বয়লার বিস্ফোরণে নিহত ১, আহত ২
ভোলায় ধান সেদ্ধ করার বয়লার বিস্ফোরণে মো. আল-আমিন নামে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ফিরোজ ও ব্রয়লার মিল মালিক মনির।
শুক্রবার (১৫ নভেম্বর) শুক্রবার ভোর ৫টার দিকে চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের ২ নম্বর চর আফজাল গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত মো. আল-আমিন ধান সেদ্ধ করার বয়লারে কাজ করতেন। আহত ফিরোজ এবং আল-আমিন আপন দুই ভাই।
আরও পড়ুন: নিখোঁজের ৭ দিন পর শিশু মুনতাহার লাশ উদ্ধার
স্থানীয়রা জানান, তিনদিন আগে ধান সেদ্ধ করার চুল্লিটি তৈরি করা হয়েছে। এছাড়া প্রতিদিন ভোর ৫টার দিকে আগুন দেওয়া হয় চুল্লিতে।
এলাকাবাসীরা জানান, ভোর ৫টার দিকে হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। দৌড়ে এসে ঘটনাস্থলে দেখতে পাই নিহত ও আহতরা পড়ে আছে।
বিস্ফোরণে ধান সেদ্ধ করার চুল্লির পাইপ অন্তত ৪ থেকে ৫ গজ দূরে গিয়ে ছিটকে পড়ে। ছিন্নভিন্ন ইটের টুকরোগুলো পড়ে আছে পুরো মাঠ জুড়ে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাশন সদর হাসপাতালে নিয়ে গেলে আল-আমিনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
আহত ফিরোজকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়। মিল মালিক মনির চরফ্যাশন সদর হাসপাতালে চিকিৎসাধীন।
চরফ্যাসন থানার উপপরিদর্শক (এসআই) ছিদ্দিকুর রহমান বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: কুমিল্লায় পুকুরে ডুবে নিখোঁজ হওয়ার ২০ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার
১ সপ্তাহ আগে