রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন।
বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন তিনি।
সাক্ষাৎকালে তারা দুই দেশের বাণিজ্য, অর্থনীতি ও আগামী বছর জানুয়ারিতে তুরস্কের বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশের সঙ্গে তুরস্কের ভাতৃপ্রতিম সম্পর্ক দীর্ঘদিনের।
তুরস্কের বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ সফরকে তাৎপর্যপূর্ণ উল্লেখ করে শেখ বশিরউদ্দীন বলেন, তার (তুরস্কের বাণিজ্যমন্ত্রীর) সফরকে অর্থবহ করতে বাংলাদেশ পরিকল্পনা গ্রহণ করবে।
বাণিজ্য উপদেষ্টা বলেন, তুরস্কের কাছ থেকে বাণিজ্যে সর্বোচ্চ সুবিধা অর্জন করতে বাংলাদেশের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে।
তুরস্ক বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করতে চায় উল্লেখ করে রামিস সেন বলেন, ব্যবসা-বাণিজ্যের সুযোগ সৃষ্টির মাধ্যমে দুদেশের সম্পর্ককে আরও গভীর করার সুযোগ এসেছে। এ সুযোগ কাজে লাগাতে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে ডায়ালগের আয়োজনে তুরস্ক আগ্রহী।
বাংলাদেশ সফরকালে তুরস্কের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সরকারি কর্মকর্তাসহ ব্যবসায়ী প্রতিনিধিদল থাকবে বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত।
এসময়ে দুদেশের ব্যবসায়ীদের অংশগ্রহণে গোলটেবিল বৈঠক ও বিসনেস টক আয়োজন করতে উদ্যোগ গ্রহণে বাণিজ্য উপদেষ্টাকে অনুরোধ করেন রাষ্ট্রদূত।
বাণিজ্য উপদেষ্টা রাষ্ট্রদূতকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান উপস্থিত ছিলেন।
১ সপ্তাহ আগে
মির্জা ফখরুলের সঙ্গে অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রিয়ার রাষ্ট্রদূত ড. ক্যাথারিনা উইজার।
দিল্লিতে নিযুক্ত অস্ট্রিয়ার রাষ্ট্রদূত ক্যাথারিনা উইজার বাংলাদেশেও দায়িত্ব পালন করছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দুপুর সাড়ে ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শুরু হয়ে ঘণ্টাব্যাপী চলে এ বৈঠক।
আরও পড়ুন: উপদেষ্টা নিয়োগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয়ের প্রয়োজন নেই: ফখরুল
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের দায়িত্ব পালন করছেন
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রিয়ার অনারারি কনসাল ও বিএনপি চেয়ারপারসনের বৈদেশিক উপদেষ্টা কমিটির সদস্য তাসভীর উল ইসলাম উপস্থিত ছিলেন।
শায়রুল বলেন, বৈঠকে বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
আরও পড়ুন: বিতর্কিত ব্যক্তিকে অন্তর্বর্তীকালীন সরকারে অন্তর্ভুক্তির বিষয়ে সতর্ক করলেন ফখরুল
১ মাস আগে