আরিচা-কাজিরহাট নৌপথ
আরিচা-কাজিরহাট নৌপথে আবারও ফেরি চলাচল বন্ধ
আরিচা-কাজিরহাট নৌরুটের অ্যাপ্রোচ চ্যানেলে নাব্য সংকটের কারণে শনিবার সন্ধ্যা ৬টা থেকে আবারও ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
এতে নদীর দুই পাড়ের ঘাটে আটকে পড়েছে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক। দুর্ভোগে পড়েছেন চালক, শ্রমিক ও পারাপারের যাত্রীরা।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি বলেন, ‘চ্যানেলে পর্যাপ্ত পানি না থাকায় ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আরিচা অ্যাপ্রোচ চ্যানেলে পলি জমে নদীর গভীরতা কমে যাওয়ায় ফেরি চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। দুর্ঘটনা এড়াতেই ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।’
আরও পড়ুন: ৫৬ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু
এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় পাড়ের ঘাট এলাকায় পণ্যবাহী যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে।
'বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী জানান, এই নৌরুটে বর্তমানে পাঁচটি ফেরি চলাচল করছে। যানবাহন নিয়ে প্রতিটি ফেরি চলতে গেলে কমপক্ষে ৮ ফুট নাব্য প্রয়োজন হয়। অথচ অ্যাপ্রোচ চ্যানেলে পানির গভীরতা ৬ ফুটের নিচে রয়েছে। এ অবস্থায় কোনোভাবেই ফেরি চলাচল করা সম্ভব হচ্ছিল না। বাধ্য হয়ে শনিবার সন্ধ্যা ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
এই নিয়ে চলতি মাসে তৃতীয়বারের মতো এই রুটে ফেরি চলাচল বন্ধ করা হলো।
আরও পড়ুন: নাব্যতা সংকটে চিলমারী-রৌমারী নৌপথে ফেরি চলাচল বন্ধ, আটকে আছে ৫০ ট্রাক
১ মাস আগে