নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী
করোনাকালীন নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের চাকরির নিরাপত্তার দাবিতে মানববন্ধন
ডিসেম্বরের পর চুক্তি বাড়ানোর দাবিতে মানববন্ধন করেছেন করোনাকালীন সম্মুখসারিতে কাজ করা এক দল স্বাস্থ্যকর্মী।
রবিবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সামনে তারা এ মানববন্ধন করেন।
কর্মীরা জানান, গত চার বছর তারা ‘অনিশ্চয়তার মধ্যে’ কাজ করেছেন এবং বর্তমানে তাদের জীবিকা হুমকির মধ্যে রয়েছে।
আ. স. ম. শাহজাহান নামে একজন স্বাস্থ্যকর্মী বলেন, ‘২০২০ সালে করোনাকালীন তিন মাসের চুক্তিতে আমাদের নিয়োগ দেওয়া হয়। কিন্তু বারবার সেই মেয়াদ ছয় মাস করে বাড়ানো হয়। এই চার বছরে এভাবে বাড়িয়ে এখন আমাদের জানানো হচ্ছে ডিসেম্বর থেকে আমাদের চাকরি থাকবে না। এতগুলো মানুষ সেসময় থেকে কাজ করে আসছি। এখন যদি চাকরি না থাকে আমরা কোথায় যাব? শুনেছি পদগুলো বহাল থাকবে, কিন্তু এই লোকবল থাকেবে না। আমাদের আবেদন, আমাদের যেন চাকরিচ্যুত না করা হয়।'
ডাটা এন্ট্রি অপারেটর জাহিদ হাসান বলেন, ‘আমরা অনেকেই আছি যারা সেসময় চাকরিতে যোগদান করেছি। তখন তিন মাসের প্রজেক্ট শেষ হওয়ার পর যদি আমাদের চাকরি থেকে বাদ দেওয়া হতো তবে, আমরা অন্য চাকরির জন্য পড়াশোনা করতে পারতাম। এখন চার বছর পরে এসে অনেকেরই চাকরির বয়স নেই। এখন আমাদের পেটে লাথি মারা হচ্ছে। আমি তিনবার করোনায় আক্রান্ত হয়েছি। এখন তো রিকশা চালিয়েও খেতে পারব না।’
সাদিক মোহাম্মদ ওয়াদুদ নামে আরেকজন বলেন, ‘আমাদের ১,১৫৪ জনকে করোনাকালীন বিভিন্ন প্রকল্পে নিয়োগ দেওয়া হয়েছিল। এতগুলো মানুষ এখন কর্মসংস্থানহীন হয়ে যাবে। তারা এখন বিভিন্ন জায়গায় কর্মরত। নিজেদের যোগ্যতায় পরীক্ষা দিয়ে চাকরি হয়েছিল। আমরা চাই স্বাস্থ্যের যেকোনো জায়গায় তাদের কর্মসংস্থান করা হোক।’
১ মাস আগে