অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা
কে এম সফিউল্লাহর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহ'র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
রবিবার (২৬ জানুয়ারি) এক শোক বার্তায় প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, ‘১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে সেক্টর কমান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন কে এম সফিউল্লাহ। ১৯৭১ সালে তিনি ছিলেন জয়দেবপুরে দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের দ্বিতীয় প্রধান। তিনি মুক্তিযুদ্ধের সময় ‘এস’ ফোর্সের নেতৃত্ব দিয়েছেন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ‘বীর উত্তম’ খেতাব পেয়েছেন তিনি।
দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন কে এম সফিউল্লাহ।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যুতে ড. ইউনূসের শোক
দেশ ও দেশের মানুষের প্রতি তার অবদান আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। বাংলাদেশের সর্বস্তরের মানুষ তার বীরগাঁথা আজীবন চিরকৃতজ্ঞে স্মরণ করবে, বলেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহর আত্মার মাগফেরাত ও পরকালীন জীবনের শান্তি কামনা করেন। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুন: মনমোহন সিংয়ের মৃত্যু, ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
৬৮ দিন আগে
সরকারের সঙ্গে আলোচনায় বসবেন ২৭ দেশের রাষ্ট্রদূত
বাংলাদেশের সংস্কার ও উন্নয়নে সমর্থন এবং অর্থনৈতিক ক্ষেত্রে উচ্চ পর্যায়ের সহযোগিতা গড়ে তোলার লক্ষ্যে ইউরোপের ২৭ দেশের রাষ্ট্রদূত শিগগিরই ঢাকায় আসছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে একথা জানান প্রধান উপদেষ্টা।
ড. ইউনূস জানান, দিল্লিতে বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) ২০ দেশের ২০ জন রাষ্ট্রদূত অবস্থান করছেন। এছাড়া ঢাকায় রয়েছেন আরও ৭ দেশের রাষ্ট্রদূত। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে মোট ২৭ দেশের রাষ্ট্রদূতরা ঢাকায় মিলিত হতে চলেছেন।
আরও পড়ুন: ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে অহেতুক আতঙ্ক ছড়ানোর চেষ্টা হয়েছে
আগামী কয়েক দিনের মধ্যে দিল্লি থেকে ২০ দেশের রাষ্ট্রদূত ঢাকায় আসছেন জানিয়ে ড. ইউনূস বলেন, ‘দিল্লি থেকে ২০ রাষ্ট্রদূতসহ মোট ২৭ দেশের রাষ্ট্রদূত সমবেতভাবে আমার সঙ্গে বৈঠক করবেন।’
এত সংখ্যক রাষ্ট্রদূত একসঙ্গে বৈঠক করতে কখনও বাংলাদেশে আসেননি জানিয়ে তিনি বলেন, ‘এবার এ কাজটি করার পেছনে রয়েছে (বাংলাদেশের প্রতি) ইইউ-এর সমর্থন প্রকাশ এবং অর্থনৈতিক ক্ষেত্রে উচ্চ পর্যায়ের সহযোগিতা গড়ে তোলা।’
তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ব্রাজিল, তুরস্ক, রাশিয়া, ফিনল্যান্ড, সিঙ্গাপুর ও লিবিয়াসহ অনেক দেশের রাষ্ট্রদূত আমার সঙ্গে দেখা করেছেন। সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক নানা সহযোগিতাসহ বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আশ্বাস দিয়েছেন তারা।’
আরও পড়ুন: দ্রব্যমূল্য নিয়ে আমাদের কোনো লুকোছাপা নেই: ড. ইউনূস
১৩৮ দিন আগে