হত্যা-গুম ও অর্থ পাচার
আ.লীগের ১৫ বছরের হত্যা-গুম ও অর্থ পাচারের বিচার হবে: উপদেষ্টা
চলতি বছরের ৫ আগস্টসহ বিগত ১৫ বছরে আওয়ামী লীগ যে হত্যা, গুম ও অর্থ পাচার করেছে তার প্রতিটি ঘটনার বিচার করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা এএফ হাসান আরিফ।
সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে শহীদ আব্দুল্লাহর বাড়িতে তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসে তিনি এসব কথা বলেন।
বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা বলেন, শহীদ আব্দুল্লাহর পরিবারকে আর্থিক সহায়তা করার বিষয়টি চলমান।
তারই ধারাবাহিকতায় আজ সোমবার আওয়ামী লীগের মন্ত্রী, এমপিসহ বেশ কয়েকজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে বলে জানান উপদেষ্টা।
আরও পড়ুন: বিজয় দিবস ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
পরে উপদেষ্টা আব্দুল্লাহর কবর জিয়ারত ও তার রুহের মাগফিরাত কামনা করেন। এসময় তার শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন।
আব্দুল্লাহর পরিবারের পক্ষ থেকে যেকোনো একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ার অনুরোধ জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি নুরুজ্জামান লিটন, জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম, জেলা পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ,বেনাপোল কাস্টমস কমিশনার মো. কামরুজ্জামান, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিব হাসান, শার্শা উপজেলা এসিল্যান্ড (ভূমি) নুসরাত জাহান, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভরত এবং যশোরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
আরও পড়ুন: অত্যাবশ্যকীয় সংস্কার করেই নির্বাচন আয়োজন করব: প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
১ মাস আগে