আসাদুর রহমান কিরণ
ভারতে পালানোর সময় গাজীপুর সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র আটক
ভারতে পালানোর সময় যশোর সীমান্ত থেকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে যশোরের শার্শার শিকারপুর সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
আসাদুর গাজীপুর ৪৩ নম্বর ওয়ার্ডের পাগান গ্রামের বাসিন্দা এবং সদর থানায় দুটি হত্যাসহ ৫ মামলার এজাহারভুক্ত আসামি।
আরও পড়ুন: ইবিতে র্যাগিংয়ের অভিযোগে ৬ শিক্ষার্থী আটক
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, মঙ্গলবার সকালে যশোরের শার্শার শিকারপুর সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে যাওয়ার সময় কিরণকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন উপজেলার রামচন্দ্রপুর গ্রামের নূর নবীর মাধ্যমে এক লাখ টাকার বিনিময়ে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়ে এ সীমান্তে আসেন।
আসাদুরকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরে সেখান থেকে তাকে গাজীপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: সিলেটে ছাত্রলীগের ৩ নেতা-কর্মী আটক
১ মাস আগে