নারীসহ দুইজন
টাঙ্গাইলে হত্যা মামলায় নারীসহ দুজনের যাবজ্জীবন
পাওনা টাকার জেরে ঝর্ণা রানী দাস নামের এক নারীকে হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় মনোয়ারা ও উজ্জল নামে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে উভয়কে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৪ মাস করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) টাঙ্গাইল দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আফরোজা বেগম এই রায় দেন। আসামিরা এ সময় আদালতে উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্তরা হলেন- টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসাইল পূর্বপাড়া গ্রামের মনোয়ারা আক্তার এবং একই এলাকার উজ্জ্বল ইসলাম।
আরও পড়ুন: আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর গ্রেপ্তার
আদালত সূত্র জানায়, মনোয়ারার কাছে টাকা পেতেন ঝর্ণা। ২০১৮ সালে ২৮ অক্টোবর সকালে ওই টাকার জন্য তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মনোয়ারা তার ভাতিজা উজ্জলকে সঙ্গে নিয়ে ঝর্ণা রানী দাসকে হত্যা করেন এবং লাশ মনোয়ারার বাড়ির দক্ষিণ পাশের একটি কক্ষের মেঝের মাটিতে পুঁতে রাখেন।
পরদিন ঝর্ণার স্বামী সুনীল কুমার দাস বাদী হয়ে মনোয়ারা ও উজ্জলকে আসামি করে বাসাইল থানায় মামলা করেন। মামলা হলে দুজনকে গ্রেপ্তার করা হলে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ঝর্ণার লাশ উদ্ধার করে পুলিশ।
এরপর ২০১৯ সালের ৩০ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন বাসাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. সেকান্দর আলী।
আরও পড়ুন: লাশের সুরতহাল-ময়নাতদন্তের প্রতিবেদনে ভয়ংকর তথ্য রয়েছে: মুনিয়া হত্যামামলার আইনজীবী
১ মাস আগে