তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি
ঢাকার যেসব এলাকায় বৃহস্পতিবার বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির চলমান রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকার বেশ কয়েকটি এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (২০ নভেম্বর) এক ঘোষণায় তিতাস গ্যাস জানায়, সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ইসলামবাগ, রহমতগঞ্জ, লালবাগ ডিপিডিসি সাবস্টেশন সংলগ্ন এলাকা, লক্ষ্মীবাজার, চন্ডিরঘাট ও আশপাশের এলাকার সব শ্রেণির গ্রাহকদের ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বিঘ্নিত হবে।
সংলগ্ন এলাকার গ্রাহকরাও এই সময়ে কম গ্যাসের চাপ অনুভব করতে পারেন।
আরও পড়ুন: সিলেটে গ্যাসের সংকট, ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন
তিতাস গ্যাস সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বাসিন্দাদের আশ্বস্ত করেছে যে গ্যাস বিতরণ ব্যবস্থার রক্ষণাবেক্ষণ এবং সঞ্চালন ব্যবস্থার উন্নতির জন্য গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ রাখা প্রয়োজন।
বাসিন্দাদের সেই অনুযায়ী পরিকল্পনা করার এবং সাময়িক বিঘ্ন মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুন: শিল্প কারখানায় গ্যাস সংযোগ পুনরায় চালু করার কথা ভাবছে সরকার
১ মাস আগে