২ বাংলাদেশি আটক
পরশুরাম সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে ২ বাংলাদেশি আটক
অবৈধভাবে পরশুরাম সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে ওই দুই যুবক বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে।
বুধবার (২০ নভেম্বর) ফেনী বিজিবির ব্যাটালিয়ন ৪ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আটকরা হলেন- নোয়াখালী জেলার সেনবাগের শ্রীপদী এলাকার মো. আব্দুল হালিম ও একই এলাকার মো. আরমান হোসেন।
আরও পড়ুন: বরিশালে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় যুবদল নেতা গ্রেপ্তার
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেড় বছর আগে অবৈধভাবে ভারতে গিয়ে রাজমিস্ত্রি ও গ্রিলের কাজ করছিলেন আব্দুল হালিম ও আরমান। এরপর মঙ্গলবার রাতে পরশুরামের দক্ষিণ মালিপাথর সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় তাদের আটক করা হয়।
ফেনী বিজিবির ব্যাটালিয়ন ৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘সীমান্তে নিরাপত্তা, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে।’
আটক ২ জনকে পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন।
১ মাস আগে