হলিউড
‘জঙ্গল’ থিমের পোশাক পরবেন আম্বানির ছেলের বিয়ের অতিথিরা, থাকবেন হলিউড-বলিউড তারকারা
যখন এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির ছেলে বিয়ে করতে চলেছেন তখন কী কী হতে পারে ভাবতে পারছেন? বিয়ের প্রধান অনুষ্ঠান শুরু হওয়ার চার মাস আগেই তার বাবা প্রাক-বিবাহ আনন্দ উদযাপনের আয়োজন করেন।
শুক্রবার ভারতের পশ্চিমাঞ্চলীয় ছোট শহর জামনগরে রাষ্ট্রের প্রভাবশালী ব্যক্তিত্ব, হলিউড ও বলিউডের তারকাদের মেলা বসেছে। বিলিয়নিয়ার শিল্পপতি মুকেশ আম্বানি তার ছোট ছেলের বিয়ে উপলক্ষে বিশাল এক আয়োজনের তারা জড়ো হয়েছেন।
প্রায় ১ হাজার ২০০ জনেরও বেশি অতিথিদের নিমন্ত্রণ জানানো হয়েছে, যাদের মধ্যে রয়েছেন পপতারকা রিয়ান্না, বিল গেটস, মার্ক জুকারবার্গ, সুন্দর পিচাই, ইভাঙ্কা ট্রাম্প ও বলিউড তারকা শাহরুখ খানও।
সবার চোখ এখন ২৮ বছর বয়সী অনন্ত আম্বানি ও তার দীর্ঘ সময়ের বান্ধবী রাধিকা মার্চেন্টের ওপর। আগামী জুলাইতে গাঁটছড়া বাঁধতে চলেছেন তারা। এনকোর হেলথকেয়ার প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী বীরেন মার্চেন্ট ও উদ্যোক্তা শায়লা মার্চেন্টের মেয়ে রাধিকা।
এই উৎসব আম্বানি পরিবারের জমকালো ও আভিজাত্যপূর্ণ অনুষ্ঠানের ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি অর্থনীতি ও রাজনীতিতে এই ভারতীয় বিলিয়নিয়ারের যে প্রভাব সেটিও প্রদর্শন করে।
দেশজুড়ে আলোচনায় থাকা আম্বানি পরিবার ও বিবাহ-পূর্ব এই জমকালো আয়োজন সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক-
কে এই মুকেশ আম্বানি?
১১৫ বিলিয়ন ডলারের মালিক ৬৬ বছর বয়সী মুকেশ আম্বানি ফোর্বস তালিকা অনুযায়ী বিশ্বের দশম এবং এশিয়ার মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি।
তার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ একটি বিশাল সাম্রাজ্য যার বার্ষিক আয় ১০০ বিলিয়ন ডলারেরও বেশি। পেট্রোকেমিক্যাল, তেল-গ্যাস থেকে শুরু করে টেলিকমসহ রিটেইল ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে এই প্রতিষ্ঠান।
১৯৬৬ সালে তার বাবার প্রতিষ্ঠিত রিলায়েন্স আম্বানির নেতৃত্বে ২০১৬ সালে ৪জি ফোন ও ব্রডব্যান্ড পরিষেবা জিও চালু করার সঙ্গে সঙ্গে টেলিকম মূল্য যুদ্ধের সূত্রপাত করেছিল। বর্তমানে এটি ফাইভ জি পরিষেবা দিচ্ছে এবং গ্রাহকসংখ্যা ৪২০ মিলিয়ন ছাড়িয়ে গেছে। ভারতে নিজেদের ব্যবসা আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সঙ্গে একীভূত করতে ডিজনি এ সপ্তাহের শুরুতে ৮.৫ বিলিয়ন ডলারের একটি চুক্তি করেছে, যার মাধ্যমে নতুন একটি মিডিয়া জায়ান্টের জন্ম হতে চলেছে।
আম্বানি পরিবারের অন্যান্য সম্পদের মধ্যে রয়েছে মুম্বাইতে ১ বিলিয়ন ডলার মূল্যের অ্যান্টিলা নামে একটি ২৭ তলাবিশিষ্ট ব্যক্তিগত অ্যাপার্টমেন্ট বিল্ডিং। এটিতে তিনটি হেলিপ্যাড, একসঙ্গে ১৬০টি গাড়ির ধারণ ক্ষমতাসম্পন্ন গ্যারেজ, ব্যক্তিগত সিনেমা থিয়েটার, সুইমিং পুল ও ফিটনেস সেন্টার রয়েছে।
আম্বানির সমালোচকরা বলছেন, সত্তর-আশির দশকে কংগ্রেস সরকার এবং ২০১৪ সালের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনামলে রাজনৈতিক সম্পর্কের জোরে আম্বানির প্রতিষ্ঠান বিকাশ লাভ করে। ভারতে এই ব্যবসায়ী নেতা ও সরকারি কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সুবিধাজনক সম্পর্ক (ক্রোনি ক্যাপিটালিজম) আম্বানির মতো প্রতিষ্ঠানগুলোকে উন্নতি লাভ করতে সাহায্য করেছে।
বর্তমানে মুকেশ আম্বানি তার দুই ছেলে ও মেয়েকে দায়িত্ব হস্তান্তর করতে শুরু করেছেন। বড় ছেলে আকাশ আম্বানি এখন রিলায়েন্স জিওর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন আর মেয়ে ইশা রিটেইল সেক্টর ও সর্বকনিষ্ঠ, অনন্ত নতুন জ্বালানি শক্তির ব্যবসায় যুক্ত হয়েছেন।
সীমা অতিক্রম করাই আম্বানির আয়োজনের বিশেষত্ব।
২০১৮ সালে মেয়ের বিয়ের সময় পশ্চিম ভারতের শহর উদয়পুরে বিবাহপূর্ব জমকালো উৎসবে পপ সেনসেশন বিয়ন্সেকে নিয়ে এসে সংবাদের শিরোনাম হয়েছিলেন আম্বানি। সে সময় ভারতীয় সেলিব্রিটি ও বলিউড তারকাদের সঙ্গে কাঁধ মিলিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন সেক্রেটারি অব স্টেট হিলারি ক্লিনটন ও জন কেরিও।
সেই বছরই ইশা আম্বানি ও আনন্দ পিরামল ইতালির লেক কোমোতে আনুষ্ঠানিকভাবে তাদের বাগদান সম্পন্ন করেছিলেন। ২০১৮ সালের ডিসেম্বরে মুম্বাইতে আম্বানির বাসভবনে বিয়ে করেছিলেন তারা।
আসন্ন বিবাহ-পূর্ব আয়োজনে বিশেষ যা রয়েছে-
আগামী জুলাইতে বিয়ের সময় কেমন জমকালো আয়োজন হতে চলেছে তারই আভাস দিচ্ছে তিন দিনব্যাপী এই প্রাক-বিবাহ আয়োজন।
গুজরাটের কাছেই মরুভূমিতে অবস্থিত ৬ লাখ জনসংখ্যার শহর জামনগরে আম্বানিরা এই উৎসবের আসর বসিয়েছে। যেখানে তাদের পারিবারিক নিবাস এবং তাদের ব্যবসার প্রধান তেল শোধনাগারও রয়েছে।
সেখানে জঙ্গল থিমের পোশাক পরে হবু বর অনন্ত পরিচালিত একটি প্রাণী উদ্ধার কেন্দ্র পরিদর্শনে যাবেন অতিথিরা। নির্যাতিত, আহত ও বিপন্ন প্রাণীদের বিশেষ করে হাতিদের আশ্রয়ের জন্য ৩ হাজার একর জমির ওপর এই কেন্দ্র নির্মিত হয়েছে যা ‘ভানতারা’ বা ‘বনের তারকা’ নামে পরিচিত।
আমন্ত্রণপত্রে জানা যায়, অতিথিদের জন্য প্রতিদিন ভিন্ন ও নতুন এক ড্রেস কোড থাকবে। এজন্য তাদের সাহায্য করতে হোটেলে মুড বোর্ড, হেয়ার স্টাইলিস্ট, মেকআপ আর্টিস্ট ও পোশাক ডিজাইনাররা থাকবেন।
একটি মন্দির প্রাঙ্গণে ঐতিহ্যবাহী হিন্দু সম্প্রদায়ের অনুষ্ঠানও হবে।
অতিথিদের অনেকেই চার্টার্ড প্লেনে আসবেন। এই আয়োজনে প্রায় ১০০ শেফের তৈরি ৫০০ ধরনের খাবার পরিবেশন করা হবে।
অতিথিদের তালিকায় আরও রয়েছেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন জসিম আল থানি; কানাডার সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হারপার; ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুক এবং রানী জেটসুন পেমা।
বুধবার, আশেপাশের গ্রামে বসবাসকারী ৫১ হাজার লোকের জন্য খাবারের আয়োজন করেছে আম্বানি পরিবার।
৯ মাস আগে
হলিউডে ধর্মঘটের কারণে এমি অ্যাওয়ার্ড স্থগিত
হলিউড অভিনেতা–অভিনেত্রী ও গল্পলেখকদের ধর্মঘটের কারণে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ৭৫তম এমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (২৮ জুলাই) এমি পুরস্কার স্থগিত করার পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে পরবর্তীতে কবে পুনঃআয়োজন হবে তা তিনি জানাননি।
১৮ সেপ্টেম্বর ফক্স চ্যানেলে এমি অ্যাওয়ার্ডস সম্প্রচারিত হওয়ার কথা ছিল।
অভিনেতাদের ইউনিয়ন স্ক্রিন অ্যাক্টরস গিল্ড-আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্ট জানিয়েছে, ধর্মঘটে অংশ নেওয়া তারকারা এমি পুরস্কারের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না বা অ্যাওয়ার্ড শোতে অংশ নিতে পারবেন না।
ধর্মঘট শেষ না হওয়া পর্যন্ত লেখকদের অ্যাওয়ার্ড শোতেও কাজ করার অনুমতি নেই।
আরও পড়ুন: এমআর-৯ ডু অর ডাই: মাসুদ রানা আসছেন রূপালি পর্দায়
এবছর এমিতে এইচবিও চ্যানেল জোর প্রতিযোগিতা করবে। চ্যানেলটি তার জনপ্রিয় তিনটি অনুষ্ঠানের জন্য ৭৪টি পুরস্কার পেয়েছে। এগুলো হলো- ‘সাকসেশন’, ‘দ্য হোয়াইট লোটাস’ ও ‘দ্য লাস্ট অব আস’।
এবারের এমিতে ‘টেড ল্যাসো’ সেরা কমেডি সিরিজটি কমেডি ক্যাটাগরিতে ২১টি বিভাগে মনোনয়ন পেয়েছে।
স্ক্রিন অ্যাক্টরস গিল্ড-আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্ট এর প্রায় ৬৫ হাজার অভিনেতা-অভিনেত্রী এবং রাইটার্স গিল্ড অব আমেরিকা’র প্রায় ১১ হাজার ৫০০ চিত্রনাট্যকার হলিউডের ঐতিহাসিক এই ধর্মঘটে অংশ নিয়েছেন।
তারা আরও ভালো বেতন, আয়ের লভাংশ ভাগাভাগির কাঠামো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার থেকে সুরক্ষার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: সৃজিতের ‘দশম অবতার’-এ জয়া, সঙ্গে একঝাঁক তারকা
বাংলাদেশে সিনেমার বড় বাজার তৈরি হবে: নিরব
১ বছর আগে
অস্কার ২০২৩: আয়োজনে সেরা পোশাক পরা সেলিব্রেটিরা
একাডেমি পুরস্কার (অস্কার) বিজয়ীদের নাম ঘোষণার রাতটি হলিউডের সবচেয়ে আকাঙ্খিত রাত। ইন্ডাস্ট্রির তাবড় তাবড় সেলিব্রেটিরা এ রাতে লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে তাদের রূপ-মাধূর্য আর ফ্যাশনেবল পোশাকের দ্যুতি ছড়ান। গাউন থেকে শুরু করে ভিনটেজ গয়নায় ঝলমলে হয়ে রাতের ডলবি থিয়েটার।
দীপিকা পাড়ুকোন থেকে মিশেল ইয়োহ, রিহানা থেকে লেডি গাগা... কারও দিক থেকেই চোখ ফেরানো যায়নি।
ভারতয়ি গণমাধ্যম এএনআইয়ের এক প্রতিবেদন থেকে আসুন ৯৫তম একাডেমি পুরস্কার (অস্কার) বিতরণী আয়োজনে নজরকাড়া কিছু সেলিব্রেটির লুকবুক বিশ্লেষণ করা যাক।
আরও পড়ুন: সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মিশেল ইয়েহ, অস্কারে ইতিহাস গড়লেন
১ বছর আগে
হলিউডের মোশন গ্রাফিক ডিজাইনার বাংলাদেশের জিসান কামরুল হাসানের গল্প
মো. ইশতিয়াক হোসাইন
মনোমুগ্ধকর বর্ণনা ও নজরকাড়া ভিজ্যুয়াল দিয়ে দর্শকদের বিমোহিত করার জন্যই সিনেমা ও সিরিজ তৈরি করা হয়। আর টিজার ও ট্রেইলারের মাধ্যমে দর্শকেরা এই বিনোদনমূলক কন্টেন্টের প্রথম জমজমাট দেখা পায়। হলিউডে টিজার ও ট্রেইলার তৈরি শিল্পটি উল্লেখযোগ্যভাবে গুরুত্বপূর্ণ। একজন তরুণ বাংলাদেশি, বর্তমানে হলিউডে এই তুলনামূলকভাবে অজানা কিন্তু বৃহৎ শিল্পের একজন গর্বিত সদস্য।
মানসম্মত টিজার ও ট্রেলার তৈরি করে বৈশ্বিক সীমানা পেরিয়ে জিসান কামরুল হাসান নামের একজন বাংলাদেশি তরুণ হলিউডে মোশন গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করছেন। সম্প্রতি বেশ জনপ্রিয় কিছু সিনেমা ও সিরিজের টিজার ও ট্রেলারে তার কাজের মাধ্যমে তিনি আলোড়ন সৃষ্টি করেছেন।
মার্ভেল স্টুডিও’র সাম্প্রতিক গ্রাফিক-ইনটেনসিভ হিট ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’ থেকে ‘লাস্ট নাইট ইন সোহো’ সমালোচকদের দ্বারাও ব্যাপক সমাদৃত হয়েছে।
বাংলাদেশের কুমিল্লার লাকসাম থেকে জিসান মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের কালভার সিটিতে গিয়ে নিজের লক্ষ্য পূরণে দীর্ঘ-কঠিন পথ পাড়ি দিয়েছেন।
দেশের একটি শীর্ষ জাতীয় দৈনিকের সঙ্গে তার সাম্প্রতিক একটি সাক্ষাত্কার প্রকাশের পর জিসানের নাম বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচিত হচ্ছে এবং নেটিজেনরাও হলিউডে জিসানের যাত্রা সম্পর্কে জানতে আগ্রহী হয়ে উঠেছেন।
হলিউড থেকে ইউএনবির সঙ্গে একান্ত আলাপকালে জিসান বলেন, ‘আসলে ২০০২ সালে খুব অল্প বয়সে আমার যাত্রা শুরু হয়েছিল। যখন আমি জনপ্রিয় ও বিখ্যাত ফিল্ম ‘লর্ড অব দ্য রিংস’-এর জাঁকজমকপূর্ণ ভিজ্যুয়াল দেখে হতবাক হয়ে গিয়েছিলাম। আমি মোশন গ্রাফিক্স সম্পর্কে আশ্চর্য হয়েছিলাম এবং তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি এটা শিখব।’
২০০২ সালে স্বপ্ন দেখলেও জিসান ২০০৭ সালে তার প্রথম ব্যক্তিগত কম্পিউটার পেয়েছিলেন। এরপর ২০০৮ তিনি সালে ঢাকায় চলে আসেন এবং ইউটিউব দেখে নিজে থেকে ফটোশপ প্রাকটিস শুরু করেন। থ্রিডি অ্যানিমেশন ও মোশন গ্রাফিক্সের প্রতি তার আগ্রহ এবং আগে থেকে চর্চার জন্য তিনি ঢাকার আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এইউএসটি) থেকে সিএসইতে স্নাতক পড়ার সুযোগ পান।
তিনি বলেন, ‘আমি সেই সময়ে গ্রাফিক ডিজাইন ও ফটোগ্রাফি থেকে অর্থ উপার্জন শুরু করেছি, এসময় আমি প্রথম মোশন ডিজাইনার হিসেবে কাজ করার প্রস্তাব পাই। ২০১২ সালে একদিন আমার মেসের এক রুমমেটের এক সিনিয়র আমার সঙ্গে যোগাযোগ করেন এবং জিজ্ঞাসা করেন যে আমি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে তার ব্যবসার জন্য কাজ করতে আগ্রহী কিনা।’
জিসান স্মৃতিচারণ করে বলেন, ‘২০১৩ সালে আমি আমার ক্যামেরা কিনি এবং ফ্রিল্যান্সার হিসেবে ফটোগ্রাফি শুরু করি। আমার জীবনের এই পর্যায়ে এসে আমি চলচ্চিত্র নির্মাতা হওয়ার স্বপ্ন দেখি। সেসময় আমি কিছু শর্ট ফিল্ম বানাই, ওয়েডিং ফটোগ্রাফি করতাম, একঝাঁক সৃজনশীল ও প্রতিভাবান বন্ধুদের সঙ্গে মিশতাম আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ‘ছবির হাট’-এ নিয়মিত ও ঘন ঘন যেতাম।’
২০১৬ সালের সেপ্টেম্বরে জিসান বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চলে যান এবং কাজী শামসুল হক নামের একজন প্রবাসী সাংবাদিকের সহায়তায় একটি পত্রিকায় গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ শুরু করেন।
জিসান ইউএনবিকে বলেন, ‘আমি জানতাম না, আমার আসল সংগ্রাম মাত্র শুরু হচ্ছে।’
তিনি বলেন, ‘আমি ২০১৭ সালে লস অ্যাঞ্জেলসে চলে আসি। প্রথম বছর আমাকে খুব হিসেব করে চলতে হয়েছিল। একটা বড় ও সম্পূর্ণ নতুন শহর, বেশ ব্যয়বহুল পরিবেশ এবং বিভিন্ন ধরনের কয়েক হাজার সমস্যা। তবু আমি টিকে ছিলাম, কিন্তু তারপরে কোভিড-১৯ আঘাত হানে এবং আমি বুঝতে পারি যে সবকিছু একপাশে রেখে আমাকে আমার লক্ষ্যে সফল হওয়ার চূড়ান্ত চেষ্টাটা করতে হবে।’
জিসান ইউএনবিকে বলেন, ‘এটি আমার জন্য ‘হয় এখন নাহলে আর কখনোই না’ পরিস্থিতি ছিল। তাই আমি আমার সবকিছু দিয়ে এই কাজটা শুরু করি। আমি আমার চাকরি ছেড়ে দেই, ভিডিও টিউটোরিয়াল দেখে মোশন গ্রাফিক্স ডিজাইন শিখতে শুরু করি, আর্টিকেল ও বই পড়ি, সিনেমার মূল্যায়ন দেখি এবং নতুন সফ্টওয়্যার যেমন আফটার ইফেক্টস, ফোর ডি সিনেমা, হাউডিনি ও নিউকে শিখতে শুরু করি। ২০২০ সালের মার্চ থেকে ওই বছরের ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন ১৫-১৮ ঘণ্টা এই রুটিনটা অব্যাহত ছিল। একজন নবাগত হিসেবে এটা আমার জন্য অকল্পনীয়ভাবে কঠিন ছিল, কিন্তু আমি আমার জীবনের অনেক রাতের ঘুম ও অন্যান্য বিলাসিতাকে ত্যাগ করার মধ্য দিয়ে এটা করেছি।’
আরও পড়ুন: নেটফ্লিক্সের পর্দায় বলিউডে বাঁধনের প্রথম ঝলক
নেটফ্লিক্সের জন্য চিত্রনাট্য লিখছেন মেঘ
২ বছর আগে
স্টার সিনেপ্লেক্সে ‘টপ গান’-এর দ্বিতীয় কিস্তি
দীর্ঘ ৩৬ বছর পর পর্দায় আসছে হলিউড সুপারস্টার টম ক্রুজের সাড়া জাগানো ছবি ‘টপ গান’-এর দ্বিতীয় কিস্তি। টম ক্রুজ ও ভ্যাল কিলমার অভিনীত যুদ্ধ ও প্রেমের ছবি ‘টপ গান’ মুক্তি পায় ১৯৮৬ সালে। মুক্তির পরপরই আলোড়ন তোলে ছবিটি। তখনকার সময়ে বক্স অফিসে ঝড় তোলা এই ছবি বিশ্বব্যাপি ৩৫ কোটি মার্কিন ডলার আয় করে।এবারের ছবি ‘টপ গান: ম্যাভেরিক’। পরিচালনা করেছেন টম ক্রুজ অভিনীত অবলিভিয়ন ছবির পরিচালক জোসেফ কোসিনস্কি। অভিনয়ের সঙ্গে ছবিটি প্রযোজনাও করেছেন টম। প্রথম কিস্তির প্রযোজক জেরি ব্রাকহেইমারও আছেন সঙ্গে। ২০২০ সালে করোনা মহামারি শুরুর আগে ‘টপ গান: ম্যাভেরিক’ দেখাতে চেয়েছিল কান কর্তৃপক্ষ।কিন্তু করোনার কারণে ছবিটির মুক্তি কয়েক দফা পিছিয়েছে পরিবেশনা সংস্থা প্যারামাউন্ট পিকচার্স। অবশেষে আগামী ২৭ মে আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে ছবিটি। একই দিন থেকে বাংলাদেশের দর্শকরা ছবিটি দেখতে পাবেন স্টার সিনেপ্লেক্সে।
গত ১৮ মে কান উৎসবের ৭৫তম আসরে ‘টপ গান: ম্যাভেরিক’ ছবির উদ্বোধনী প্রদর্শনী হয়ে গেল। সেখানে অংশ নিয়েছেন ছবির প্রধান অভিনেতা টম ক্রুজ। আগের ছবি শেষের ৩০ বছর পরের ঘটনা নিয়ে সাজানো হয়েছে জোসেফ কসিনস্কি পরিচালিত ‘টপ গান: ম্যাভেরিক’।
আরও পড়ুন: শুধু ট্রেলার দেখে সিনেমা নিয়ে মন্তব্য করতে পারবেন না: শ্যাম বেনেগালএবারের ছবিতেও নৌবাহিনীর বৈমানিক পিট ম্যাভেরিক মিচেল চরিত্রে অভিনয় করেছেন টম ক্রুজ। নতুন ছবিতে তাকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর স্ট্রাইক ফাইটার ট্যাকটিকস প্রশিক্ষণ প্রকল্পে কাজ করতে দেখা যাবে। নৌবাহিনীর নতুন প্রজন্মের পাইলটদের পরামর্শদাতা সে। টম ক্রুজ ছাড়াও আগের ছবির অভিনেতা ভ্যাল কিলমার ফিরছেন নতুন পর্বে। এছাড়া নতুন যুক্ত হয়েছেন মাইলস টেলার, জেনিফার কনেলি, এড হ্যারিস ও জন হ্যাম।টম ক্রুজের ম্যাজিক যে গত সাড়ে তিন দশকে এতটুকুও ফিকে হয়নি এই ছবির সিক্যুয়েল তারই প্রমাণ। ফের একবার দুরন্ত গতিতে জেট প্লেন উড়িয়ে, বোম্বার জ্যাকেট ও রে ব্যান রোদচশমায় রূপালি পর্দা কাঁপাতে আসছেন ‘টপ গান’ তারকা। সঙ্গে রয়েছে তাঁর ভুবন ভোলানো হাসি, যে হাসিতে কুপোকাত গোটা বিশ্বের লক্ষ নারী হৃদয়। ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় করে দর্শকদের শ্বাসরুদ্ধকর উত্তেজনার মধ্য দিয়ে কাহিনী এগিয়ে নিতে যিনি সবচেয়ে বড় পারদর্শী অভিনেতা তিনি হলেন হলিউড তারকা টম ক্রুজ।সিনেমার নতুন ট্রেলারে তিনি আবারও দর্শকদের সেই টানটান উত্তেজনার ঝলক দেখালেন। এখানে টম ক্রুজকে সেই পুরনো দিনের রূপেই আবার পাওয়া গেছে। ট্রেলারটিতে বেশ কিছু চোখ ধাঁধানো বিমান উড্ডয়নের দৃশ্য রয়েছে। বারবার তাকে ফাইটার জেট বিমানের মধ্যেই দেখা গেছে। এগুলোর বেশিরভাগই বাস্তবে টম ক্রুজ নিজেই শুট করেছেন, কোন স্ট্যান্টম্যানের সাহায্য নেননি। তাকে এরকম ‘মিশন ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজিতেও দেখা গেছে।সেখানেও কোন স্ট্যান্টম্যানের সাহায্য না নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে নিজেই অনেক দুধর্ষ সাহসিক দৃশ্যে কাজ করেছেন টম। তাই টম ক্রুজকে নিয়ে দর্শকদের কৌতুহল বরাবরই একটু বেশি। নতুন ‘টপ গান’-এ সেই কৌতুহল কতখানি মেটাতে পারবেন তিনি সেটাই এখন দেখার অপেক্ষা।
আরও পড়ুন: কান উৎসবে 'মুজিব' বায়োপিকের ট্রেলার উদ্বোধন
কান উৎসব ২০২২: উদ্বোধনী অনুষ্ঠানে জেলেনস্কির ভাষণ
২ বছর আগে
‘জয় ভীম’: হলিউডকে পেছনে ফেলে আইএমডিবি রেটিং-এ শীর্ষে প্রথম ভারতীয় চলচ্চিত্র
দীপাবলির আগে অ্যামাজন প্রাইম ভিডিওতে চলতি মাসের ২ নভেম্বর মুক্তি পায় তামিল ছবি ‘জয় ভীম’। টুডি এন্টারটেইনমেন্ট স্ট্রিমিং পরিসেবা ২০২১ এর ৫ আগস্ট অ্যামাজন প্রাইম ভিডিওর সাথে পরপর চারটি ছবি রিলিজের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়৷ ‘জয় ভীম’ সেই চারটির মধ্যে প্রথম ছবি। চলচ্চিত্রটি তামিল ছাড়াও তেলেগু, মালায়ালাম, কন্নড় এবং হিন্দি ভাষায় মুক্তি পায়। এটিই সর্বপ্রথম ভারতীয় মুভি যেটি ৯.৫/১০ রেটিং নিয়ে আইএমডিবি’র সর্বোচ্চ রেটযুক্ত চলচ্চিত্রে পরিণত হয়েছে। সারা ভারতবর্ষ জুড়ে সাড়া ফেলে দেয়া এই মুভির বিস্তারিত নিয়েই আজকের বিনোদনধর্মী ফিচার।
বিচারপতি কে. চান্দ্রুর জীবনের গল্প ‘জয় ভীম’
ঘটনার প্রেক্ষাপটটি ১৯৯৩ সালে ইরুলার এক উপজাতি দম্পতি শিঞ্জিনি এবং রাজাকান্নুকে ঘিরে। রাজাকান্নুকে পুলিশ গ্রেপ্তার করে এবং পরে তিনি থানা থেকে নিখোঁজ হয়ে যান। অন্তঃসত্ত্বা শিঞ্জিনি স্বামীর বিচার চাইতে অ্যাডভোকেট চান্দ্রুর সরণাপন্ন হন। চান্দ্রু রাজাকান্নুকে জেলে নেয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পাশাপাশি সত্য অনুসন্ধানের জন্য ১৯৭৬ সালের ভারত জুড়ে জরুরি অবস্থা চলাকালীন পুলিশ দ্বারা নির্যাতনের মাধ্যমে কালিকাট প্রকৌশলী কলেজের ছাত্র রাজন হত্যার কথা উল্লেখ করেন।
আরও পড়ুন: সিয়াম-পূজা জুটি ও তাসকিনের অ্যাকশন থ্রিলার ‘শান’ দিয়ে শুরু হচ্ছে নতুন বছর
বিচারপতি কে. চান্দ্রুর সেই উপজাতি দম্পতির সুবিচারের জন্য আইনী লড়াইয়ের সত্য ঘটনা কে কেন্দ্র করেই ‘জয় ভীম’-এর গল্প।
তামিল মুভি ‘জয় ভীম’-এর নির্মাণের কথা
‘জয় ভীম’ মুভিটির পরিচালনা ও রচনা দুটোই করেছেন জে জ্ঞানভেল। টুডি এন্টারটেইনমেন্টের অধীনে মুভিটির প্রযোজনার কাজ করেছেন তামিলের জনপ্রিয় অভিনয় দম্পতি জ্যোথিকা এবং সুরিয়া।
২০২১ সালের এপ্রিলে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে ছবিটি দৃশ্য ধারণ শুরু করে, যার অনেকগুলোই চেন্নাই এবং কোডাইকানালে শ্যুট করা হয়েছিল। করোনা মহামারির কারণে শ্যুটিং স্থগিত হওয়ার পর ২০২১ এর জুলাই মাসে আবার শুরু হয়। শ্যুটিং-এর সামগ্রিক কাজ শেষ হয় সেপ্টেম্বর নাগাদ।
আরও পড়ুন: বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বায়োপিক’
চলচ্চিত্রটির সিনেমাটোগ্রাফিতে ছিলেন এস.আর. কাথির এবং সম্পাদনা করেছেন ফিলোমিন রাজ। মিউজিক ও ফিল্ম স্কোর করেছেন শন রোল্ডান। প্রোডাকশন ডিজাইনার জ্যাকি এবং স্টান্ট কো-অর্ডিনেটর জুটি আনবারিভও সিনেমাটির টেকনিক্যাল টীমের সদস্য ছিলেন। ২০২১ এর ২৩ জুলাই প্রথম লুক প্রকাশের সাথে ‘জয় ভীম’ ছবির শিরোনাম ঘোষণা করা হয়।
৩ বছর আগে
টম হল্যান্ডের ‘স্পাইডারম্যান নো ওয়ে হোম’ নিয়ে সিনেমাপাড়ায় হৈচৈ
‘হোমকামিং’ ও ‘ফার ফ্রম হোম’-এ সফলতার পর অবশেষে ‘নো ওয়ে হোম’ নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন টিনেজ স্পাইডারম্যান টম হল্যান্ড। চলিত বছর ১৭ ডিসেম্বর থেকে বিশ্ব দেখতে পারবে এই মাকড়সা মানবের জাল বিস্তারের কারিশমা।
সিনেমা পাড়ায় ও ভক্তদের কাছে এরই মধ্যে স্পইলার দেয়া তারকা হিসেবে বেশ খ্যাতি পেয়ে গেছেন টম হল্যান্ড। দর্শকরা খুব আনন্দ নিয়েই তার হাস্যরস ভরা ইন্টারভিউগুলো উপভোগ করেন। সেই সূত্রে সারা বিশ্ব মেতে উঠেছে তার অভিনীত তৃতীয় স্পাইডারম্যান মুভির সম্ভাব্য চমক নিয়ে।
আরও পড়ুন: চরকিতে রায়হান রাফির প্রথম অনলাইন সিনেমা ‘খাঁচার ভিতর অচিন পাখি’
মার্ভেল চলচ্চিত্র জগতের এই জনপ্রিয় মুভির করচা নিয়েই এবারের ফিচার।
যে চমক থাকছে টম হল্যান্ডের তৃতীয় স্পাইডারম্যান মুভিতে
২০১৯ সালের ‘ফার ফ্রম হোম’ মুভির পোস্ট ক্রেডিট সিন-এ দেখানো হয়েছিল যে স্পাইডারম্যানের আসল পরিচয় ফাঁস হয়ে গেছে। এরপর থেকেই পরের সিকুয়েল নিয়ে স্পাইডারম্যান ভক্তদের অস্থিরতা বহুগুণ বেড়ে গিয়েছিল। অতঃপর ২২ আগস্ট স্পাইডারম্যানের সর্বশেষ সংস্করণটির ট্রেলারের কিছু অংশ সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে। তার পরের দিন টিজর ট্রেলারটি অফিসিয়ালি মুক্তি পেলে উন্মোচিত হয় স্পাইডারম্যান নো ওয়ে হোম-এর চমকগুলো।
এবারের মুভিতে স্পাইডারম্যানের পুরোনো সব খলনায়কগুলোকে পুনরুজ্জীবিত করা হবে। স্যাম রাইমির স্পাইডারম্যান ট্রিলজি থেকে পাম্পকিন বম্ব হাতে আবির্ভাব হবে গ্রিন গবলিন। পিঠে সেই চারটি যান্ত্রিক টেন্টাকলের নিয়ে দেখা যাবে ডক্টর অক্টোপাসকে। বালুর দৈত্য স্যান্ডম্যান এবং ভেনমকেও ছুটতে দেখা যাবে স্পাইডারম্যানের পেছনে। তবে ভেনম চরিত্রে টম হার্ডি না টোফার গ্রেস থাকবে তা জানা যায়নি। স্থান ও সময় উলোট-পালট করে দেয়া যাদু নিয়ে বরাবরের মত দেখা যাবে ডক্টর স্ট্রেঞ্জকে।
আরও পড়ুন: বাংলাদেশের ছেলে বেলারুশের মেয়ে: সামাজিক মাধ্যমে জনপ্রিয় দম্পতি হাবিব-নাতালিয়া
ট্রেলারে হলুদ বজ্রপাত মার্ক ওয়েব পরিচালিত অ্যামেজিং স্পাইডারম্যান-২ এর খলনায়ক ইলেক্ট্রোকে নির্দেশ করছে।
‘নো ওয়ে হোম’ নিয়ে স্পাইডারম্যান ভক্তদের উৎকন্ঠা
স্পাইডারম্যান ফ্র্যাঞ্চাইস মার্ভেল চলচ্চিত্র ভক্তদের একটি বিরাট অংশ দখল করে আছে। তাই স্পাইডারম্যানের আসন্ন মুভিটি নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। এই ভক্তশ্রেণির পরিধিটা সমালোচক ছাড়িয়ে তারকা জগতেও পৌঁছে গেছে।
মার্ক ওয়েবের স্পাইডারম্যান অ্যান্ড্রু গারফিল্ড নিজেই নিশ্চিত করেছেন যে তিনি ‘নো ওয়ে হোম’-এ থাকছেন না। তার এ রকম বিবৃতির কারণও আছে। প্রথম টিজার ট্রেলার বেরনোর সাথে সাথেই খলনায়কদের আবির্ভাবের ধারাবাহিকতায় সবার প্রত্যাশা বাড়তে থাকে পুরোনো স্পাইডারম্যানদেরও দেখার। টবি ম্যাগুয়েরের কোন ক্যামিয়ো থাকবে কিনা সে নিয়ে সমূহ সম্ভাবনার দোলাচলে এখনো ভাসছেন তার ভক্তরা।
আরও পড়ুন: হলিউড ক্ল্যাসিক ‘ফরেস্ট গাম্প’ এর হিন্দি রিমেকে একসাথে বলিউডের তিন খান
এছাড়া কমিক্সপ্রেমিরা ডক্টর অক্টোপাসের এরকম আবির্ভাব দেখে ভাবছেন, এবার হয়ত বইয়ের সিনিস্টার সিক্সকে মুভিতে দেখা যাবে। স্পাইডারম্যান কমিক্স অনুসারে, সিনিস্টার সিক্স হচ্ছে সুপার খলনায়কদের সংঘঠন যেটা গঠন করেছিলেন ডক্টর অক্টোপাস। ডক্টর অক্টোপাসসহ এই সিনিস্টার সিক্সের চরিত্ররা হলেন, ইলেক্ট্রো, মিস্টেরিও, স্যান্ডম্যান, ভালচার ও ক্র্যাভেন দ্য হান্টার। এদের মধ্যে ভালচার ও ক্র্যাভেন দ্য হান্টারের জায়গায় হয়ত গ্রিন গবলিন ও ভেনমকে যুক্ত করা হবে।
স্পাইডারম্যান নো ওয়ে হোমের টিজার ট্রেলারটি প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে ৩৫৫ দশমিক ৫ মিলিয়ন ভিউ পেয়ে রেকর্ড সৃষ্টি করেছিল। এর আগ পর্যন্ত ২৮৯ মিলিয়ন ভিউ নিয়ে শীর্ষে ছিল ২০১৯ এর মার্ভেল মুভি অ্যাভেঞ্চার ইন্ডগেম।
আরও পড়ুন স্কুইড গেম: বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে থাকা নেটফ্লিক্স অরিজিনাল কোরিয়ান ওয়েব সিরিজ
৩ বছর আগে
হৈচৈ বাংলা ওটিটি প্ল্যাটফর্ম: বিশ্বজুড়ে বাঙালির কোটি প্রাণের স্পন্দন
প্রযুক্তির উৎকর্ষে স্যাটেলাইট ও কেবল টিভির প্রভাবকে অতিক্রম করে ক্রমেই বিশ্ববাসীর মনে জায়গা করে নিচ্ছে ওভার দ্যা টপ বা ওটিটি প্ল্যাটফর্ম। ওটিটি মুলত ইন্টারনেটের মাধ্যমে দর্শকদেরকে মিডিয়া সেবা সরবরাহ করে। বিশ্বায়নের এই স্পন্দন ইতোমধ্যে বাংলা ভাষাভাষি লোকদের মাঝেও ছড়িয়ে গেছে। ২০ সেপ্টেম্বর, ২০১৭ বিশ্বের প্রথম বাংলা ওটিটি প্ল্যাটফর্ম হিসেবে ভারতে এর অফিসিয়াল কার্যক্রম শুরু করে হৈচৈ। নিরবচ্ছিন্ন অনলাইন বাংলা বিনোদন স্লোগান নিয়ে হৈচৈ সর্বশেষ বাংলা সিনেমা, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিও পৌছে দিচ্ছে বিশ্ব বাঙালির কাছে। হৈচৈ-এর ভিডিও স্ট্রিমিং সাইটটি নিয়েই সাজানো হয়েছে এবারের বিনোদনধর্মী ফিচারটি।
ওটিটি প্ল্যাটফর্ম হৈচৈ: বিনোদনের নতুন দিগন্তে বাংলার সূর্যোদয়
নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ও হুলুর মহরতে বাঙালিরা বেশ ভালো ভাবেই বিনোদনের নতুন পরিভাষাগুলোতে অভ্যস্ত হয়ে পড়েছিলো। সেই সূত্রে, ঘরের টিভিতে আর হাতের মুঠোয় স্মার্টফোনটিতে সবাই পরিচিত ভাষায় কথোপকথোন দেখার চাহিদা অনুভব করছিলো। ২০১৬ এর শরতে ঠিক এই সম্ভাবনাটি আবিষ্কার করে পূর্ব ভারতের বৃহত্তম বিনোদন উৎপাদন ও বিতরণ স্টুডিও শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রাইভেট লিমিটেড (এসভিএফ)-এর সৃজনশীল টীম। সে সময় থ্রিজি থেকে ফোরজিতে উত্তরণের তোড়োজাড় চলছিলো।
আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটা অনুযায়ী, ২০১৬ সালে দক্ষিণ এশিয়ার ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা ৪৬৮ মিলিয়ন যা সে সময় থেকে বিগত পাঁচ বছর পূর্বের তুলনায় ৩১২.৮৪ মিলিয়ন বেশি। তাই ফোরজি সহজলভ্যতার যুগপৎ অগ্রযাত্রায় এসভিএফ সামাজিক মাধ্যমগুলোর গন্ডি পেরিয়ে বাঙালি কম্যুনিটির সামনে বাংলার নেটফ্লিক্স উপস্থাপন করতে চাচ্ছিলো।
আর এই চিন্তাপ্রসূত ফলাফল অনলাইন ভিডিও স্ট্রিমিং সার্ভিস- হৈচৈ। অবশেষে, ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর ২০টি অরিজিনাল শো, এসভিএফের নিজস্ব ২০টি সহ ৪০০ টির বেশি বাংলা সিনেমা এবং ১০০০এরও বেশি গান নিয়ে যাত্রা শুরু করে হৈচৈ। সব মিলিয়ে প্রায় ১৪০০ ঘন্টার কন্টেন্ট গ্রাহকদের জন্য উন্মুক্ত ছিলো এই শুভ মহরতে।
আরও পড়ুন: মানসপটে সালমান শাহ ও কিছু বাংলা সিনেমার কিংবদন্তি বনে যাওয়া
অনলাইন স্ট্রিমিং সার্ভিস হৈচৈ এর নেপথ্যের মানুষেরা
হৈচৈ-এর থিঙ্কট্যাঙ্ক শ্রীকান্ত মোহতা, মাহেন্দ্র সোনি এবং বিষ্ণু মোহতা। চেয়ারপার্সন হিসেবে কর্তব্যরত আছেন বিষ্ণু মোহতা। এসভিএফ-এর এই পরিচালকত্রয়ই হৈচৈ এর মাধ্যমে বাংলা কন্টেন্টের প্রচার ও প্রসার সম্ভব করছেন।
হৈচৈ-এর জন্ম লগ্নেই এসভিএফ ছিলো প্রায় দুই দশক ধরে পূর্ব ভারতে হলিউড ও বলিউড চলচ্চিত্র বন্টনের প্রোফাইল সমৃদ্ধ প্রযোজনা সংস্থা। পশ্চিমবঙ্গের কোলকাতা সদর দপ্তর থেকে বিশ্বব্যাপী ২৫০ মিলিয়ন বাঙালির জন্য ৩৬০-ডিগ্রি বিনোদন সুনিশ্চিত করার লক্ষ্যে কাজ শুরু করে হৈচৈ।
২০১৬ এর অক্টোবর থেকে অংশীদার হিসেবে ওটিটি সার্ভিসটির টেকনিক্যাল বিষয়গুলো তদারক করে আসছে ভিউলিফ্ট কোম্পানি। ভিউলিফট-এর দায়িত্বের মধ্যে হৈচৈ এর অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যাপ বানানো ও পরিচালনা সহ বিনোদন ও মিডিয়া খরচ, বিতরণ, এবং নগদীকরণও অন্তর্ভূক্ত।
হৈচৈ-এর কন্টেন্টের দৃশ্যায়ন ও বিজ্ঞাপন প্রচারণার নেপথ্যে সৃষ্টিশীল কাজগুলোর দায়িত্বে নিয়োজিত রেডিফিউশন ওয়াই এ্যান্ড আর। এমনকি, হৈচৈ নামটিও এই সৃজনশীল এজেন্সিটির দেয়া।
আরও পড়ুন: ওয়েব সিরিজ ‘বলি’: অভিনব চরিত্রে চঞ্চল চৌধুরী
বর্তমানে হৈচৈ-এর সাথে অংশীদারিত্বে থাকা টেলিকম পরিষেবা সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে ভারতের জিওফাইবার, এয়ারটেল এক্সস্ট্রীম, অ্যালায়েন্স, উইশনেট ও মেঘবেলা, বাংলাদেশের লিঙ্ক-থ্রি ও গ্রামীণফোণ এবং মালয়েশিয়ার সহজ।
হৈচৈ ভিডিও স্ট্রিমিং: বাংলা বিনোদনের ভবিষ্যতে পদার্পণ
নিয়ত বিনোদনের নতুনত্ব চর্চার ফলে এক সময় যা সম্ভাবনা ছিলো এখন তার ভেতরেই বসবাস করছে বিশ্ববাসী। এই পরশপাথরের স্পর্শের বাইরে নেই বাঙালিরাও। নেটফ্লিক্সের মত হৈচৈও শোভা পাচ্ছে হাতের মুঠোফোন ও টেবলেটের পাশাপাশি অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রোকু টিভি, ডেস্কটপ, ল্যাপটপ, এবং ক্রোমকাস্ট থাকা ডিভাইসগুলোতে।
৫০০এর বেশি বাংলা সিনেমা, এক্সক্লুসিভ অরিজিনাল শো, শর্টফিল্ম, মিউজিক ভিডিওর পাশাপাশি গ্রাহকরা উপভোগ করতে পারছে প্রতি মাসে নতুন কন্টেন্ট। অর্থাৎ পুরো বিশ্বটা ছোট্ট একটি গ্রামের ভাবনাটা এখন রীতিমত চাক্ষুষ করা যাচ্ছে। যে কোন জায়গা ইচ্ছে ঘুরে বেড়িয়ে অথবা ঘরে বসে কম খরচে বিপুল পরিমাণের কন্টেন্টের মাধ্যমে আপ-টু-ডেট থাকা যাচ্ছে নিমেষেই।
সর্বসাকুল্যে, টিভি চ্যানেলগুলোর করুণায় থেকে প্রতি সপ্তাহের সম্প্রচারিত অনুষ্ঠানগুলোর ওপর নির্ভর করার দিন শেষ। ভিডিও স্ট্রিমিং সাইট হৈচৈ গ্রাহকদেরকে অভ্যস্ত করে তুলছে খুঁজুন এবং উপভোগ করুন তত্ত্বে। এছাড়া ফ্রিমিয়াম, অফলাইন ডাউনলোড প্রভৃতি আকর্ষণীয় সুযোগগুলোর কারণে ওটিটি প্ল্যাটফর্মটিতে গ্রাহকদের আনাগোনা থাকছে দীর্ঘক্ষণ ধরে।
আরও পড়ুন: ঢাকার কাছে কাশফুলের খোঁজে: গন্তব্য যখন শরতের শ্বেতশুভ্র স্বর্গ
৩ বছর আগে
নিউজিল্যান্ডে মসজিদ হামলার ওপর সিনেমা নির্মাণের পরিকল্পনায় সমালোচনা
নিউজিল্যান্ডের মসজিদে প্রার্থনারত মুসলমানদের ওপর বন্ধুকধারীর হামলায় প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের প্রতিক্রিয়া বর্ণনা করে একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা চলছে বলে জানা গেছে।
হলিউড কেন্দ্রীক অনলাইন নিউজ সাইট ডেডলাইনের এক সংবাদে বলা হয় অস্ট্রেলিয়ান অভিনেত্রী রোজ বার্ন 'দে আর আস' সিনেমায় আরডার্নের ভূমিকায় অভিনয় করবেন।
২০১৯ সালে ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে সন্ত্রাসী হামলায় ৫১ জন নিহতের ঘটনাকে কেন্দ্র করে এই সিনেমা নির্মাণ করা হবে।
আরও পড়ুনঃ নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের ‘ডেটা সিস্টেমে’ সাইবার হামলা
মূলত ওই ঘটনার পর আরডার্নের ভূমিকা বিশ্বব্যাপী খুবই প্রশংসিত হয়েছিল। সেই বিষয়কে পর্দায় তুলে ধরতেই এই সিনেমা।
তবে নিউজিল্যান্ডের অনেকেই এই সিনেমার পরিকল্পনা নিয়ে উদ্বিগ্ন।
ওই ঘটনায় হোসেন নামে নিহত এক ব্যক্তির ভাই আয়া আল-উমারি টুইটারে এই ব্যাপারে লিখেছেন 'না'।
ক্যানটারবেরির মুসলিম সংগঠনের আব্দিগণি আলী নামের এক মুখপাত্র জানান, 'আমাদের গোষ্ঠী চায় এই ঘটনাটি বলা হউক, তবে আমরা নিশ্চিত করতে চাই এটা যেন সঠিক, যর্থাথ এবং সংবেদনশীলভাবে উপস্থাপন করা হয়।'
স্পষ্টবাদী লেখক এবং আইনজীবী টিনা নাগাতা টুইটে বলেন, মুসলিম হত্যাকারীর প্রেক্ষাপটে শ্বেতাঙ্গ নারীর প্রতিরোধ শক্তি নিয়ে সিনেমা বানানো উচিত নয়।'
তবে সিনেমাটির চিত্র্যনাট্যকার অ্যান্ড্রু নিকোল বলেছেন, সিনেমাটি যতোটা না হামলা নির্ভর তার চেয়েও বেশি প্রতিক্রিয়া নির্ভর।
উল্লেখ্য, ক্রাইস্টচার্চে মুসল্লিদের ওপর মসজিদে বন্দুকধারীর হামলার সময় নামাজে যাওয়ার উদ্দেশ্যে জায়গাটির ৫০ গজের মধ্যেই অবস্থান করছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
৩ বছর আগে
স্টুডিওতে নয় মহাকাশে বানানো হবে সিনেমা
হলিউডের স্টুডিয়োতে নয়, এবার মহাকাশ সিনেমার শুটিং হবে। আর একটা নয় দু-দুটো ছবির পরিকল্পনার কথা শোনা যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া এই ছবি দুটা বানানোর উদ্যোগ নিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মেগাস্টার টম ক্রুজকে পাঠাচ্ছে স্পেস স্টেশনে, অন্যদিকে রাশিয়ান সুপারস্টার ইউনিয়া পেরিসলিডকে মহাকাশে পাঠানোর উদ্যোগ নিয়েছে রাশিয়া। সবমিলিয়ে সরগরম এখন সিনে দুনিয়া। শুধু অভিনেতারাই নন, যাবেন দু দেশের দুই পরিচালকও। নাসা ও রসকসমস সূত্রে এখবর জানা গিয়েছে। দুদেশেরই টার্গেট অক্টোবর মাস।
আরও পড়ুন: করোনার থাবায় স্থগিত ‘জুরাসিক ওয়ার্ল্ড’ সিনেমার শ্যুটিং
রসকসমস জানিয়েছে, রাশিয়ান ছবির শুটিংয়ের জন্য অক্টোবরের গোড়ার দিকে ভূপৃষ্ঠ থেকে ৩৭০ মাইল উপরে পৃথিবীর কক্ষপথে প্রদক্ষিণরত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হবে দেশের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী য়ুলিয়া পেরিসলিডকে (Yulia Perislid)। তার সঙ্গী হবেন রাশিয়ার জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক ক্লিম শিপেঙ্কো (Klim Shipenco)।
অন্যদিকে নাসা সূত্রের খবর, প্রায় একইসময়ে অথাৎ অক্টোবরেই অভিনেতা টম ক্রুজকে (Tom Cruise) পরিচালক ডগ লিম্যানের (Doug Leeman) সাথে পাঠানো হবে। এই অভিযানে সহায়তা করছেন স্পেস-এক্স সংস্থার (Space X) কর্ণধার এলন মাস্কও (Elon Musk)।
রসকসমস আরও জানিয়েছে, রাশিয়ান ছবির শুটিং শুরু হতে পারে ৫ অক্টোবর।
আরও পড়ুন: বড় পর্দার প্রথম ‘জেমস বন্ড’ শন কনেরি আর নেই
মহাকাশ স্টেশনে যেখানে প্রায় শূন্য অভিকর্ষ বল (Microgravity), সেখানে অভিনেতা ,পরিচালকদের বাছাই কোন কোন বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে?
রসকসমস জানিয়েছে, এই শুটিংয়ে যারা অংশগ্রহণ করবেন, তাদের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। ওজন ৫০ থেকে ৭০ কিলোগ্রামের মধ্যে রাখাতে হবে। বুকের চাওড়া অন্তত ১১২ সেন্টিমিটার হতে হবে। এ ছাড়াও মহাকাশ অভিযাত্রী অভিনেতা ও ক্রুয়ের সাড়ে ৩ মিনিটে ১ কিলোমিটার দৌড়নো, ২০ মিনিটে ফ্রিস্টাইলে ১০০ মিটার সাঁতার কাটা ও ৩ মিটার উঁচু স্প্রিংবোর্ড থেকে জলে ঝাঁপ দেয়ার মত শারীরিক দক্ষতা থাকতে হবে।
আরও পড়ুন: করোনার কারণে ‘দ্য ব্যাটম্যান’ সিনেমার শুটিং স্থগিত
সারা পৃথিবার বিজ্ঞানীদের মত, এবার মহাকাশে ফিল্মের শুটিং নিয়েও শক্তি প্রদর্শন করতে চাইছে বিশ্বের দুই শক্তিধর দেশ। আর বিষয়টি ভেবে সকলে রোমাঞ্চিত, কারণ এর আগে মহাকাশ নিয়ে সুপারহিট, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত সব ছবিই তৈরি হয়েছে হলিউডের স্টুডিওতে সেট ফেলে। এই শুটিংয়ের কারিগরি দিক ঠিক কীরকম হবে, তাই নিয়েও অপার জিজ্ঞাসা গোটা বিশ্বের মনে।
সূত্র: টাইম অফ ইন্ডিয়া বাংলা
৩ বছর আগে