মো. মইনুল ইসলাম
নতুন আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন বাহারুল আলম
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাহারুল আলম। বিদায়ী আইজিপি মো. মইনুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন তিনি।
বৃহস্পতিবার ঢাকার পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। সেখানে নতুন আইজিপিকে পুলিশের একটি দল গার্ড অব অনার দিয়ে স্বাগত জানায়।
২০ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকার বাহারুলকে নিয়োগ দেয়। তার চুক্তির মেয়াদ দুই বছর। তিনি ১৯৮৬ সালের ২১ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন।
আরও পড়ুন: নতুন আইজিপি বাহারুল আলম, ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী
এর আগে তিনি স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান এবং পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক ক্ষেত্রে তার কর্মজীবন বিশেষভাবে উল্লেখযোগ্য। ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত তিনি নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সিনিয়র পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে তিনি আফগানিস্তানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের পুলিশের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করেন। এছাড়া ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো এবং সিয়েরা লিওনের মতো দেশে ফিল্ড মিশনে অংশ নেন।
২০২০ সালে সক্রিয় চাকরি থেকে অবসর নেন বাহারুল।
আরও পড়ুন: সাবেক আইজিপি মামুনসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত ১ মাসের মধ্যে শেষ করার নির্দেশ আইসিটির
১ মাস আগে