বেনাপোলে সীমান্ত
বেনাপোলে সীমান্তে বিপুল পরিমাণ ফেনসিডিল জব্দ
বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৮৯৫ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২২ নভেম্বর) সকালে সীমান্তের পুটখালী গ্রামের পশ্চিমপাড়া থেকে ফেনসিডিলের এ চালানটি জব্দ করা হয়।
বিজিবি জানায়, ভারত থেকে ফেনসিডিলের বড় একটি চালান পুটখালী সীমান্তের পশ্চিমপাড়ায় মজুদের খবরে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। মাদক ব্যবসায়ীরা কয়েকটি বস্তা ফেলে ইছামতি নদী পার হয়ে ভারতে পালিয়ে যায়।
আরও পড়ুন: ফেনী সীমান্তে কোটি টাকার পণ্য জব্দ
পরে বিজিবি বস্তাগুলো থেকে ৮৯৫ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেন।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ আনোয়ার বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র কার্যক্রম অব্যাহত রয়েছে।
এছাড়া মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে বলে জানান খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক।
আরও পড়ুন: সিলেট সীমান্তে ৭০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
১ মাস আগে